Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

এবার টার্গেটে নয়াদিল্লি রেল স্টেশনের ৩০০ বছরের পুরনো ২টি মসজিদ, মামলা শুনবে হাইকোর্ট

Bipasha Chakraborty

Published: 08 August, 2024, 08:54 PM
এবার টার্গেটে নয়াদিল্লি রেল স্টেশনের ৩০০ বছরের পুরনো ২টি মসজিদ, মামলা শুনবে হাইকোর্ট

 

নয়াদিল্লি, ৮ আগস্টn বৃহস্পতিবার সংসদে ১৯৯৫ ওয়াকফ আইনে সংশোধন ও ১৯২৩ সালের ওয়াকফ আইন খতম করা নিয়ে জোর বিতর্ক চলছে, আর বাইরে শুরু হয়েছে ওয়াকফ সম্পত্তি জবর দখলের চেষ্টা।

নয়াদিল্লি স্টেশনের উপর অবস্থিত দু'টি পুরানো মসজিদ উচ্ছেদ নিয়ে আর্জি জানিয়েছে কট্টরবাদী এক হিন্দু সংগঠন আর দিল্লি হাইকোর্ট সেই মামলা গ্রহণ করেছে এবং শুনানির দিন ধার্যও করে দিয়েছে ২ ডিসেম্বর।

নিউদিল্লি স্টেশনের ডিভিশন ম্যানেজারের অফিসের কাছে রয়েছে মসজিদ গরিব শাহ আর অপর মসজিদটি রয়েছে ২ নং ও ৩ নং প্ল্যাটফর্মের মধ্যবর্তী স্থানে। রেলের কর্মচারী ও যাত্রীরা এই দু'টি মসজিদে নামায পড়ে থাকেন। মসজিদ দুটি প্রায় ৩০০ বছরের পুরনো।

রেল গঠন হওয়ার আগেই মসজিদ দুটি প্রতিষ্ঠিত ও চালু রয়েছে। কিন্তু উগ্রবাদী সংগঠন সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন হাইকোর্টে আর্জি দাখিল করেছে রেলের জমিতে নাকি বেআইনী গড়ে উঠেছে এই দুটি মসজিদ। এই সংস্থা কৌশল করে আর্জিতে লিখেছে রেলের জমিতে বেআইনি মসজিদ উচ্ছেদ করা হোক।

Leave a comment