Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

'দেশের সেবা করাটাই ছিল তাঁর অঙ্গীকার', বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকজ্ঞাপন মোদির

Bipasha Chakraborty

Published: 08 August, 2024, 03:08 PM
'দেশের সেবা করাটাই ছিল তাঁর অঙ্গীকার', বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকজ্ঞাপন মোদির

 

পুবের কলম, ওয়েবডেস্ক: চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সব মহলে শোকের ছায়া। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে আমি শোকাহত। দেশের সেবা করাটাই ছিল তাঁর অঙ্গীকার, তিনি ছিলেন এমনই এক রাজনৈতিক নেতা। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।”

বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে এই রাজনৈতিক বিরোধ সরিয়ে রেখে শোকে শামিল হলেন প্রধানমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য শুধু বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন না। জাতীয় রাজনীতিতেও তাঁর এক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই তাঁর প্রয়াণে গোটা দেশই আজ শোকাহত।

৩৪ বছরের বামফ্রন্ট শাসনের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।

দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সিওপিডির জন্য সরাসরি প্রভাব পড়েছিল ফুসফুসে। শ্বাসকষ্টে ছিল তাঁর। শেষের এক দুই বছর তাঁর দৃষ্টিশক্তিও ঝাপসা হয়েছিল তাঁর। বই পড়তে ভালোবাসতেন। খবরের কাগজ তাঁকে পড়ে শোনাতে হত। শরীরে সামান্য জ্বর ছিল তাঁর। ২০২৩ সালেও শারীরিক অবনতির কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। একটু অবস্থা স্বাভাবিক হতেই তাঁর প্রিয় পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে আসেন তিনি। সেখানেই থাকতেন। বাড়িটি পুরনো আমলের। স্যাঁতস্যাঁতে হওয়ার জন্য তাঁর শারীরিক অসুস্থতার কথা ভেবে বার বার চিকিৎসকরা তাঁকে বাড়ি পরিবর্তনের কথা বলেন। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে বাড়ি ছিল তাঁর প্রাণের চেয়ে বেশি প্রিয়। কোনদিন এই বাড়ি ছেড়ে তিনি কোথাও যেতে চাননি। বৃহস্পতিবার সকালে নিজের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল ৮টা ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। আজ সেই প্রিয় বাড়ি ছেড়ে পিস ওয়ার্ল্ডের দিকে রওনা হল বাম আমলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিরশায়িত দেহ। 

Leave a comment