Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বাংলাদেশে যা ঘটেছে তা এ দেশেও ঘটতে পারেঃ সলমান খুরশিদ

আবুল খায়ের

Published: 07 August, 2024, 06:57 PM
বাংলাদেশে যা ঘটেছে তা এ দেশেও ঘটতে পারেঃ সলমান খুরশিদ

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বাংলাদেশে যা ঘটেছে তা ভারতেও ঘটতে পারে মঙ্গলবার এক বই প্রকাশ অনুষ্ঠানে এসে  এই মন্তব্য করেছেন বর্ষীয়ান জাতীয় কংগ্রেস নেতা সলমান খুরশিদ এ দিন বিশিষ্ট শিক্ষাবিদ মুজিবুর রহমানের লেখা বই 'শিকওয়া-ই-হিন্দঃ দ্য পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়ান মুসলিমস' বইটি প্রকাশিত হয়

বাংলাদেশে জুলাই মাসের মাঝামাঝি শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, কাশ্মীরে সব কিছু স্বাভাবিক বলে মনে হতে পারে এখানে সব কিছু স্বাভাবিক বলে মনে হতে পারে কেউ কেউ বিজয় উদযাপন করছে যদিও ২০২৪ সালের এই সাফল্যকে কেউ কেউ সামান্য বলে মনে করছে তিনি বলেন বাংলাদেশে যা ঘটেছে তা এ দেশেও ঘটতে পারে

এ দিনের এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ মনোজ ঝাঁ তিনি এই প্রসঙ্গে দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) বিরোধী শাহিনবাগের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন  তিনি বলেন, মনে রাখবেন সেই সময় পার্লামেন্টের বাইরে রাস্তাগুলি আন্দোলনে মুখরিত হয়ে উঠেছিল  পাশাপাশি মনোজ বলেন, শাহিনবাগ আন্দোলন তার প্রাপ্য সবীকৃতি পায়নি এই আন্দোলন ১০০ দিন ধরে চলেছিল শুধু তাই নয় দিল্লি থেকে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল দেশের কোনায় কোনায়

 
তবে মনোজ শাহিনবাগ আন্দোলনের যে সাফল্যের কথা বলেন তার সমালোচনা করেন সলমান খুরশিদ তিনি বলেন, এই আন্দোলনের অনেক প্রতিবাদীরা এখনও পর্যন্ত জেলে আছে শুধু তাই না তাদের মধ্যে এমন অনেকে আছেন যাদেরকে দেশদ্রোহী বলে চিহ্নিত করা হয়েছে

 
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি তিনি ভারতীয় পার্লামেন্টে মুসলিম প্রতিনিধিত্ব কম থাকা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন পাশাপাশি তিনি বলেন, যদি দেশে অ-বিজেপি সরকার থাকত তবে কী পরিস্থিতির তেমন কিছু বদল হত তিনি হিটলারের প্রসঙ্গ তুলে বলেন, হিটলার দেশের মধ্যে ইহুদী বিরোধিতার উদ্ভব ঘটান নি এটি সে দেশের মধ্যেই ছিল ঠিক সেই রকম এ দেশেও অটলবিহারী বাজপেয়ীকে আমরা উদারপন্থী বলি আসল ঘটনা হল, আদবানী এবং বাজপেয়ী বর্তমান ভদ্রলোকের উত্থানের পরিবেশ তৈরি করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল সাংসদ জহর সরকার ওয়েসির মন্তব্যের সমালোচনা করে তাঁর দলের মুসলিম প্রতিনিধিত্বের কথা তুলে ধরেন তিনি ওয়েসিকে উদ্দশ্য করে বলেন, আমি অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করে দিতে পারি আপনার দল মুসলমানদের জন্য কিছুই করে নি বরং তাঁর অবস্থান বিজেপিকে সাহায্য করছে

 
কংগ্রেস নেতা শশী থারুর শাহিনবাগ আন্দোলন প্রসঙ্গে বলেন এই আন্দোলন ভারতীয়ত্বের প্রকাশ ঘটিয়েছিল এই আন্দোলনে সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেছিল            

Leave a comment