Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে', ভিনেশ ফোগাটকে 'চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন' বলে ট্যুইট মোদির

Kibria Ansary

Published: 07 August, 2024, 03:37 PM
'আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে', ভিনেশ ফোগাটকে 'চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন' বলে ট্যুইট মোদির

নয়াদিল্লি, ৭ অগাস্ট: স্বপ্ন জয়ের লক্ষ্য থেকে অল্পের জন্য ছিটকে গেলেন ভিনেশ ফোগাট। তাঁকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কুস্তিগীর ফোগাটকে 'চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন' বলেও বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, স্বপ্ন জয়ের লক্ষ্য থেকে অল্পের জন্য ছিটকে যান ভিনেশ ফোগাট। ৫০ কেজি বিভাগে তার নামার কথা ছিল। কিন্তু ওজন করার সময় দেখা যায় ভিনেশের ওজন নির্ধারিত ওজনের থেকে তার বেড়ে গিয়েছে। প্যারিসের স্থানীয় সময় সকালে কুস্তিগীরের ওজন করা হয়। তবে নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হয়ে গেল তারকা কুস্তিগিরের। ফাইনালে তো তিনি নামতে পারবেন না, রুপোও হাতছাড়া হচ্ছে তাঁর। কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে। ভিনেশকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে।

পাশে থাকার বার্তা দিয়ে বুধবার নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, "ভিনেশ, আপনি 'চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন!', ভারতের গর্ব এবং প্রত্যেক ভারতীয়ের জন্য অনুপ্রেরণা। আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আমরা সবাই আপনাদের পাশে আছি।" প্রধানমন্ত্রী বলেন, "আজকের বিপত্তি বেদনাদায়ক। আমি আশা করি, শব্দগুলি হতাশার অনুভূতি প্রকাশ করতে পারে যা আমি অনুভব করছি। একই সময়ে, আমি জানি যে আপনি স্থিতিস্থাপকতার প্রতীক। চ্যালেঞ্জ নেওয়াটা বরাবরই আপনার স্বভাব।"

ইউডব্লিউডব্লিউ-এর নিয়ম অনুযায়ী, ভিনেশ ফোগাট সবার শেষে শেষ করছেন প্রতিযোগিতা। এই ঘটনায় আজ সংসদে বিবৃতি দিতে পারেন ক্রীড়ামন্ত্রী। তবে প্রশ্ন উঠেছে, ভিনেশ ফোগাট একজন অভিজ্ঞতাসম্পন্ন কুস্তিগীর। তিনি নিয়ম কানুন সব জানেন। তাই এই সমস্যা দেখা দেওয়ার কথা নয়। কারণ ৫০ কেজি বিভাগে নামার কথা থাকলে কুস্তিগীররা তার থেকে ওজন তার থেকে কমিয়ে রাখেন। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

Leave a comment