Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মেঘ ভাঙা বৃষ্টিতে লাদাখ থেকে বিচ্ছিন্ন কাশ্মীর

ইমামা খাতুন

Published: 04 August, 2024, 07:59 PM
মেঘ ভাঙা বৃষ্টিতে লাদাখ থেকে বিচ্ছিন্ন কাশ্মীর

পুবের কলম,ওয়েবডেস্ক:  উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টি হয় জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক।

রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত যাত্রীদের এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে বলেও জানানো হয়েছে। এর কারণে ওই জেলার একাধিক বাড়ি, আবাসনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টির তদারকিতে ঘটনাস্থলে একাধিক আধিকারিকদের পাঠানো হয়েছে।
বিপর্যস্ত জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ার পর লাদাখের সঙ্গে কাশ্মীর উপত্যকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বলতাল বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রাও আপাতত সম্ভব নয় বলেই জানা যাচ্ছে। এই ক্যাম্প থেকে যারা অমরনাথ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারা এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলেন।

গান্দেরওয়ালের এসপি গুলজার আহমেদ বলেন, ‘রবিবার মধ্যরাত থেকেই মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে কাশ্মীরে। উপচে পড়েছে খালগুলি।ক্ষতিগ্রস্ত এলাকা থেকে স্থানীয়দের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’
নাগাড়ে চলা বৃষ্টির জেরে কঙ্কন এলাকায় একাধিক বাড়ি, ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ফলে এলাকায় কোটি কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ দিকে, গত কয়েকদিন ধরে মেঘ ভাঙা বৃষ্টির সাক্ষী হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ড। প্রকৃতির তাণ্ডবে সেখানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০ জন। 
 

Leave a comment