Mon, September 30, 2024

ই-পেপার দেখুন

মন্দিরের দেওয়াল ধসে নিহত ৯ নাবালক

আবুল খায়ের

Published: 04 August, 2024, 06:17 PM
মন্দিরের দেওয়াল ধসে নিহত ৯ নাবালক

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ মন্দিরের দেওয়াল ধসে ৯ নাবালকের মৃত্যুর ঘটনা ঘটল। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। ঘটনায় গুরুতর আহত হয়েছে ৪ জন। জানা গিয়েছে, মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন সময়ে এই ঘটনাটি ঘটেছে। নিহত সকলের বয়স ১০ থেকে ১৪ বছর।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। পাশাপাশি মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। সাগর জেলার প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, শিবলিঙ্গ তৈরি করতে শাহপুরা এলাকার হারদোই শিব মন্দিরে প্রচুর সংখ্যক স্কুল ছাত্র জড়ো হয়েছিল। মন্দির চত্বরের কাছে যেখানে ছাত্ররা শিবের শিবলিঙ্গ তৈরি করছিল সেখানেই ভেঙে পড়ে একটি পুরনো বাড়ির দেওয়াল। ঘটনার খবর পেয়ে প্রাক্তন মন্ত্রী গোপাল ভার্গব ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য কাজ শুরু করার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রীর তরফে জেলা প্রশাসনকে আহত শিশুদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, 'আজ, সাগর জেলার শাহপুরে অতিবৃষ্টিতে একটি জরাজীর্ণ বাড়ির দেওয়াল ধসে ৯ নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। আমি আহত শিশুদের যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি।' তিনি আরও লিখেছেন, 'এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। মৃত শিশুদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে'।

Leave a comment