Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন নিয়োগ, রাজ্যে উপকৃত ৬৭ লক্ষ শিশু- বিধানসভায় জানালেন শশী পাঁজা

আবুল খায়ের

Published: 03 August, 2024, 06:56 PM
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন নিয়োগ, রাজ্যে উপকৃত ৬৭ লক্ষ শিশু- বিধানসভায় জানালেন শশী পাঁজা

পুবের কলম, ওয়েব ডেস্কঃ রাজ্যে আরও বেশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে সরকার। একদিকে যেমন বেসরকারি শিল্পপতিদের শিল্প স্থাপনে আহ্বান জানানো হচ্ছে, তেমনই রাজ্যে চালু শিল্পগুলিতে আরও বেশি কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিনিয়ত আলাপ-আলোচনা চলছে শিল্পপতিদের সঙ্গে। এরইমধ্যে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরিতে আরও বেশি জোর দিতে নয়া তৎপরতা নিল রাজ্য সরকার।

শুক্রবার বিধানসভায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানান, রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে। শুধু তাই নয় ইতিমধ্যেই হাজার হাজার নিয়োগের এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এই দুই পদে ৩২ হাজার ৬৫৯ জনকে নিয়োগ করা হবে। এরমধ্যে ১২,০২৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। একইভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে ২০,৬৩১ জনকে। জেলায় জেলায় এ ব্যাপারে ইতিমধ্যেই তাঁর দফতর বিজ্ঞপ্তি দেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন মন্ত্রী। এই বিজ্ঞপ্তির কাজ শেষ হলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তবে এই নিয়োগ গোটা রাজ্যেই হচ্ছে না। উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি বাদ দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

পাশাপাশি এ দিন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, রাজ্যে ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। যে কেন্দ্রগুলি থেকে প্রায় ৬৭ লক্ষ শিশু উপকৃত হচ্ছে। এ দিন শঙ্কর ঘোষ প্রশ্ন করেন, মুর্শিদাবাদের মত কিছু জেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কি না। তার উত্তরে শশী পাঁজা বলেন, আমরা প্রতিটি শিশুকে সমান গুরুত্ব দিয়ে দেখি। তিনি দৃষ্টান্ত উল্লেখ করে বলেন, মুর্শিদাবাদে ৯,০২১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যেখানে উত্তর ২৪ পরগণায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ১০,৩৮১টি। কেন্দ্রের সংখ্যা জেলার আকারের উপর ভিত্তি করে নির্দিষ্ট হয় পাশাপাশি মন্ত্রী এদিন দুঃখ প্রকাশ করে বলেন, এই ধরনের প্রকল্পগুলি নিয়ে এক ধরনের অবিশ্বাস তৈরির চক্রান্ত চলছে। যদিও বিধানসভার বাইরে বিজেপি বিধায়ক সাংবাদিকদের বলেন, তিনি কেবল পিছিয়ে পড়া জেলাগুলির উন্নতির ব্যবস্থা সম্পর্কে তথ্য চেয়েছিলেন এবং তহবিল ব্যবহারের বিষয়ে প্রশ্ন করেছিলেন।

অন্যদিকে অপর বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী প্রশ্নে জানতে চান, কেন রাজ্য সরকার আইসিডিএস প্রকল্পের জন্য কেন্দ্রীয় তহবিলের উপর নির্ভর করে, যেখানে প্রতিটি দুর্গা পুজা আয়োজকদের জন্য ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হচ্ছে। উত্তরে শশী পাঁজা জানান, আপনার মত মানুষ এই ধরনের মন্তব্য করছেন যা অত্যন্ত দূর্ভাগ্যজনক। পাশাপাশি মন্ত্রী অশোক বাবুর এই মন্তব্যকে অগণতান্ত্রিক অসাংবিধানিক বলে উল্লেখ করার পাশাপাশি পাল্টা প্রশ্নে জানতে চান, আপনি কী জানেন না যে কেন্দ্র সরকার কতবছর আগে আইসিডিএস প্রকল্প শুরু করেছিল এবং তাতে কতজন শিশু উপকৃত হয়েছে।  

 

 

Leave a comment