Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মিলল না কেন্দ্রের ছাড়পত্র, প্যারিস সফর আটকে গেল পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

Kibria Ansary

Published: 03 August, 2024, 03:04 PM
মিলল না কেন্দ্রের ছাড়পত্র, প্যারিস সফর আটকে গেল পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ৩ অগাস্ট: পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্যারিস সফর আটকে দিল কেন্দ্র। অলিম্পিক গেমসে ভারতীয় হকি দলকে সমর্থন জানাতে প্যারিস যাওয়ার কথা ছিল ভগবন্ত মানের। কিন্তু সেখানে যাওয়ার অনুমতি অথাৎ রাজনৈতিক ছাড়পত্র (Political Clearance) দিল কেন্দ্রীয় সরকার। ফলত ভারতীয় হকি দলকে সমর্থন জানাতে যেতে পারছেন না পঞ্জাবের মুখ্যমন্ত্রী মান।

কূটনৈতিক পাসপোর্টধারী পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৪ অগাস্ট ভারতীয় হকি দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচের জন্য ৩ থেকে ৯ আগস্ট প্যারিস সফর করার কথা ছিল। বিশিষ্ট রাজনৈতিক নেতাদের বিদেশ ভ্রমণের জন্য বিদেশ মন্ত্রকের রাজনৈতিক ছাড়পত্রের প্রয়োজন হয়। সেমত কেন্দ্রের ছাড়পত্রের জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু কেন্দ্রের তরফে ছাড়পত্র দিতে অস্বীকার করা হয়েছে। কেন্দ্রীয় সরকার যুক্তি দেখিয়েছে, ভগবন্ত মান যেহেতু জেড প্লাসের নিরাপত্তা পান, তাই এত অল্প সময়ের নোটিশে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়।

এদিকে চলমান প্যারিস অলিম্পিক গেমসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের জন্য ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। গত শুক্রবার ১৯৭২ সালের পর প্রথমবারের মতো শক্তিশালী দলটিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ভারত। অভাবনীয় জয়ের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছে ভগবন্ত মান লেখেন, "এটা অত্যন্ত গর্ব ও তৃপ্তির বিষয় যে, ভারত অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে। হরমনপ্রীত সিং এই গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন।"

Leave a comment