Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

এমন ভূমিধস কখনো দেখেনি রাজ্য, এটি 'ভয়াবহ ট্র্যাজেডি': রাহুল গান্ধি

Kibria Ansary

Published: 02 August, 2024, 08:53 PM
এমন ভূমিধস কখনো দেখেনি রাজ্য, এটি 'ভয়াবহ ট্র্যাজেডি': রাহুল গান্ধি

নয়াদিল্লি, ২ অগাস্ট: কেরলে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০। এখনও লাগাতার জারি রয়েছে উদ্ধারকাজ। এবার ওয়ানাড়ের ভূমিধসকে 'ভয়াবহ ট্র্যাজেডি' বলে আখ্যা দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শুক্রবার তিনি বলেছেন, কেরলের ওয়ানাড় জেলার ভূমিধস যে আকার নিয়েছে তা 'ভয়াবহ ট্র্যাজেডি'। এমন ভয়াবহ ভূমিধস রাজ্য কখনো দেখেনি। লোকসভার বিরোধী দলনেতার কথায়, ভূমিধসে ভয়াবহ ঘটনা দিল্লিতে এবং কেরলের মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপন করবেন তিনি। এটি একটি ভিন্ন স্তরের ট্র্যাজেডি। এই ভয়াবহ ঘটনাকে অন্যভাবে বিবেচনা করা উচিত। একইসঙ্গে কংগ্রেস নেতা আশ্বাস দিয়েছেন, কংগ্রেস দল ওয়ানাডে ১০০টিরও বেশি বাড়ি তৈরি করবে।

সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। গত মঙ্গলবারের এই ঘটনার পর টানা চারদিন ধরে চলছে উদ্ধারকাজ। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং বায়ুসেনাও। কিন্তু লাগাতার বৃষ্টি এবং ধসের কারণে ওয়ানড়ের একাধিক সেতু এবং রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে। ফলে বিপদগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছতেই পারছেন না উদ্ধারকারীরা।

উল্লেখ্য, মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে ওয়েনাডে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে মুন্ডাক্কাই, চুরামালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে৷ ছালিয়ার নদীতে ভেসে গেছে বেশ কয়েকজন। ওয়ানাডে ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। কেরলের রাজস্ব বিভাগ জানিয়েছে, ৩০ জুলাই ভোরে ওয়ানাডের মুন্ডাক্কাই ও চুরালমালায় দুটি বিশাল ভূমিধস আঘাত হানে। যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং শত শত মানুষ আহত হয়।

Leave a comment