Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখণ্ড, স্থগিত কেদারনাথ যাত্রা

ইমামা খাতুন

Published: 02 August, 2024, 02:27 PM
হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখণ্ড, স্থগিত কেদারনাথ যাত্রা

পুবের কলম,ওয়েবডেস্ক:   মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। স্থগিত কেদারনাথ যাত্রা। জানা গেছে,  ধস ও হড়পা বানে তলিয়ে গেছে একাধিক বাড়ি। মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে মৃত বেড়ে ১৬। গুরুতর আহত আরও ছ'জন। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে বৃষ্টি এখন কমছে না বলেই  আবহাওয়ার পূর্বাভাস। যার জন্য আগামী কয়েকদিনে ভারি বৃষ্টিতে আরও ভোগান্তি বাড়তে পারে বিস্তীর্ণ এলাকায়।

 


গতকাল কেদারনাথের ভীমবালিতে ধসের জেরে বহু তীর্থযাত্রী আটকা পড়েছিলেন। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের মাঝে বন্যার কারণে কেদারনাথ হাইওয়ে পুরো তছনছ হয়ে গেছে। ধস ও বন্যার কারণে কেদারনাথে আটকে আছেন ৪৫০ জন তীর্থযাত্রী। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে কেদারনাথ যাত্রা স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে। 

 


 

Leave a comment