Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

কেরলে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৩০০, জারি উদ্ধারকাজ

Kibria Ansary

Published: 02 August, 2024, 01:26 PM
কেরলে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৩০০, জারি উদ্ধারকাজ

পুবের কলম, ওয়েবডেস্ক: কেরলে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল। লাগাতার জারি রয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপের মধ্যে কেউ জীবিত আছেন কিনা সেটা খুঁজে দেখার জন্য ব্যবহার করা হবে বিশেষ রাডার। এই রাডারে রয়েছে ড্রোন। শুক্রবার সকালে জানা গিয়েছে, আপাতত ৩০৮ জনের মৃত্যু হয়েছে ভয়াবহ ভূমিধসে। গত মঙ্গলবারের এই ঘটনার পর টানা চারদিন ধরে চলছে উদ্ধারকাজ। কিন্তু লাগাতার বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সেনা এবং বায়ুসেনাও। কিন্তু লাগাতার বৃষ্টি এবং ধসের কারণে ওয়ানড়ের একাধিক সেতু এবং রাস্তা ধ্বংস হয়ে গিয়েছে। ফলে বিপদগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছতেই পারছেন না উদ্ধারকারীরা।

উল্লেখ্য, মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে ওয়েনাডে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে মুন্ডাক্কাই, চুরামালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে৷ ছালিয়ার নদীতে ভেসে গেছে বেশ কয়েকজন। ওয়ানাডে ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। কেরলের রাজস্ব বিভাগ জানিয়েছে, ৩০ জুলাই ভোরে ওয়ানাডের মুন্ডাক্কাই ও চুরালমালায় দুটি বিশাল ভূমিধস আঘাত হানে। যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং শত শত মানুষ আহত হয়।

দেশ - এর থেকে আরোও খবর

Death toll rises 300 in Kerala landslide rescue operation underway

Leave a comment