Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

আপনি রিল মন্ত্রী', 'চুপ করুন', সংসদে বিরোধীদের কটাক্ষে মেজাজ হারালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Bipasha Chakraborty

Published: 01 August, 2024, 07:52 PM
আপনি রিল মন্ত্রী',  'চুপ করুন',  সংসদে বিরোধীদের কটাক্ষে মেজাজ হারালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

 

 

 

 

 

নয়াদিল্লি, ১ আগস্ট: দেশে বার বার রেল দুর্ঘটনায় কাঠগড়ায় কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার রেলমন্ত্রীকে তাঁর 'রিল প্রীতি' নিয়ে কটাক্ষ করলেন বিরোধীরা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লোকসভায় বিরোধীদের কথার জবাব দিতে গিয়ে মেজাজ হারালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রীর বক্তৃতার সময়,  রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল বলেন, 'আপনি রিল মন্ত্রী, আপনি লাইনচ্যুত মন্ত্রী।" বৈষ্ণব বলেন, থামুন আপনি'। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আপনাদের মতো যাঁরা মানুষকে দেখানোর জন্য রিল বানান, আমরা সেই দলে পড়ি না। আমরা কঠোর পরিশ্রম করি।’’  

যাত্রীবাহী ট্রেনের চালকেরা (লোকো পাইলট)  অত্যাধিক কাজের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে যে অভিযোগ উঠেছে তা কার্যত খারিজ করে রেলমন্ত্রী বলেন,  লোকো পাইলটদের গড় কাজ এবং বিশ্রামের সময়গুলি ২০০৫ সালে প্রণীত বিধি দ্বারা নির্ধারিত হয়। ২০১৬ সালে, কয়েকটি বিধি সংশোধন করে এবং লোকো পাইলটদের আরও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল। রেলমন্ত্রী যুক্তি দিয়ে বলেন, কংগ্রেস শাসনামলে সুরক্ষা ব্যবস্থা অবহেলা করা হয়েছিল আর বিরোধীরা সর্বদা এই বিষয়টি নিয়ে রাজনীতি করে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যারা এখানে চিৎকার করছেন তাদের অবশ্যই জিজ্ঞাসা করা উচিত কেনো তাদের ৫৮ বছর ক্ষমতায় থাকাকালীন ১ কিলোমিটারেরও অটোমেটিক ট্রেন প্রোটেকশন (এটিপি) ইনস্টল করতে পারেনি। আজ তাঁরা প্রশ্ন করার সাহস তোলে কিভাবে? মন্ত্রী বৈষ্ণব ৭ জুলাই দিল্লিতে লোকো পাইলটদের রাহুল গান্ধির সফরের কথা উল্লেখ করে বলেন, লোকোমোটিভ চালকদের সঙ্গে রিল তৈরিতে ব্যস্ত যারা, তারা তাদের মেয়াদে কিছুই করেননি।

মন্ত্রী দাবি করেছেন যে কংগ্রেস ইউপিএ সরকারের সময়, বার্ষিক গড় দুর্ঘটনার সংখ্যা ছিল ১৭১, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে বিজেপি সরকারের ১০ বছরে ৬৮ শতাংশ কমেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তিনি দুর্ঘটনার সংখ্যা ০.২৪ থেকে ০.১৯-এ কমে যাওয়ার কথা বলতেন। তখন লোকে সংসদে হাততালি দিত, আর আজ যখন ০.১৯ থেকে ০.০৩ এ নেমে এসেছে, তখন তারা এমন দোষারোপ করেছ। এভাবেই কি চলবে দেশ? 

উল্লেখ্য, ঝাড়খণ্ডে হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনার জেরে বুধবার অশ্বিনীকে কটাক্ষ করে আম আদমি পার্টি (আপ) এক্স হ্যান্ডলে লিখেছিল, 'রেলমন্ত্রীর রিল বানানো আর প্রধানমন্ত্রীর জুমলাবাজি ছাড়া অন্য কোনও কিছু করার সময় নেই।' 

Leave a comment