Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ধস-বিধ্বস্ত ওয়েনাড়ে রাহুল-প্রিয়াঙ্কা, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস নেতা

Kibria Ansary

Published: 01 August, 2024, 07:02 PM
ধস-বিধ্বস্ত ওয়েনাড়ে রাহুল-প্রিয়াঙ্কা, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস নেতা

তিরুবনন্তপুরম, ১ অগাস্ট: ভূমিধসে বিপর্যস্ত কেরল। ওয়ানাডে ভূমিধসে লাগাতার বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে এবার কেরলের ওয়ানাডে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখলেন লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়ানাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি। এদিন রাহুলের সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধি। বৃহস্পতিবার ওয়ানাড পৌঁছে রেন কোট গায়ে চাপিয়ে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন কংগ্রেস নেতা। ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেন দুর্গতদের সঙ্গে। বিপর্যয়ে ওয়ানাড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চুরালমালা এলাকা। সেখানে পৌঁছে পায়ে হেঁটে পর্যবেক্ষণ করেন গোটা গ্রাম, কথা বলেন স্থানীয়দের সঙ্গে।

এদিকে ওয়ানাডে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। একাধিক সংস্থা এবং সেনাবাহিনী লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ডিআইজি মোহসেন শাহিদি জানিয়েছেন, কেরলের ওয়ানাডে ভূমিধসের ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ২০০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্থ স্থানগুলিতে উদ্ধার কাজ সচল রাখতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর টিম মোতায়েন রয়েছে। যদিও অসমর্থিত সূত্রে খবর, মৃতের সংখ্যা ৩০৬।

উদ্ধারকারী দলের আধিকারিকরা বলেছেন, উদ্ধার হওয়া মৃতদেহগুলি বেসামরিক প্রশাসনের পরবর্তী পদক্ষেপের জন্য নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে ওয়েনাডে তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। এর ফলে মুন্ডাক্কাই, চুরামালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে৷ ছালিয়ার নদীতে ভেসে গেছে বেশ কয়েকজন। ওয়ানাডে ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। কেরলের রাজস্ব বিভাগ জানিয়েছে, ৩০ জুলাই ভোরে ওয়ানাডের মুন্ডাক্কাই ও চুরালমালায় দুটি বিশাল ভূমিধস আঘাত হানে। যার ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি এবং শত শত মানুষ আহত হয়।

দেশ - এর থেকে আরোও খবর

Wayanad Landslide Rahul and Priyanka Gandhi visit landslide-hit site

Leave a comment