Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

রাহুল গান্ধিকে জাত তুলে প্রশ্ন ভুল কিছু করা হয়নি, তির্যক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী রিজেজুর

Bipasha Chakraborty

Published: 31 July, 2024, 09:02 PM
রাহুল গান্ধিকে জাত তুলে প্রশ্ন ভুল কিছু করা হয়নি, তির্যক মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী রিজেজুর

 

পুবের কলম, ওয়েবডেস্ক: রাহুল গান্ধিকে তাঁর জাত প্রশ্ন করে ভুল কিছু করা হয়নি, বুধবার এই ভাবে ওয়েনাড়ের সাংসদের দিকে তির্যক মন্ত্রব্য ছুঁড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজেজু। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাহুল ধর্মের ভিত্তিতে দেশভাগ করতে চাইছেন।
উল্লেখ্য, বাজেট–বিতর্কে অংশ নিয়ে গতকাল মঙ্গলবার লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধি জাতগণনার ওপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিজেপির তৈরি চক্রব্যূহে পিষে মরছে দেশের অভিমন্যুরা, যারা দলিত, অনগ্রসর, আদিবাসী, তফসিলভুক্ত সাধারণ মানুষ।
রাহুলের ভাষণের রেশ ধরে বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুর তাঁর বক্তৃতায় রাহুলের উদ্দেশে বলেছিলেন, যাঁর জাতের ঠিক নেই, তিনি এখন জাতগণনার কথা বলছেন।
রাহুল অবশ্য বলেন, অনুরাগ ঠাকুর তাঁকে অপমান ও অসম্মান করলেও তিনি তাঁকে ক্ষমা চাইতে বলবেন না। এ দেশের গরিব, অনগ্রসর, বঞ্চিতদের জন্য যারাই সরব, প্রত্যেককে অপমানিত হতে হয়। কিন্তু জাতগণনা তিনি করিয়েই ছাড়বেন।
প্রসঙ্গত, গত বছর বাজেট অধিবেশনেও এমন ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী মোদি নিজেই বলেছিলেন, ‘নেহরুর পরিবারের উত্তরসূরিরা কেন তাঁর পদবি ব্যবহার করেন না, বুঝি না।’

 

Leave a comment