Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

তীব্র দাবদহের কবলে লাদাখ, বাতিল একাধিক বিমান

ইমামা খাতুন

Published: 30 July, 2024, 07:44 PM
তীব্র দাবদহের কবলে লাদাখ, বাতিল একাধিক বিমান

 

পুবের কলম,ওয়েবডেস্ক: কাশ্মীরের পর এবার লাদাখ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। তীব্র দাবদহের কবলে লাদাখ। চির তুষারাবৃত এই পাহাড়ি উপত্যকাতেও চড়েছে তাপমাত্রার পারদ। পরিস্থিতি এটতাই খারাপ যে বাতিল হয়েছে একাধিক বিমান পরিষেবা। কাশ্মীরের পর লাদাখের এহেন পরিস্থিতিতে ক্রমশই উদ্বেগ প্রকাশ করেছে আবহাওয়াবিদরা।

ঘটনাপ্রসঙ্গে আবহাওয়াবিদ প্রফেসর চেতন সোলাঙ্কির সোশ্যাল সাইটে জানান, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে ১১ হাজার ফুট উচ্চতায় যেখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি হওয়ার কথা সেখানে গরমের জন্য বিমান বাতিল করতে হচ্ছে ‘আশ্চর্যের বিষয় এটা নয় যে বিমান বাতিল হয়েছে। বরং উদ্বেগের বিষয় এটাই যে উঁচু পাহাড়ি অঞ্চলে অত্যধিক গরমের জেরে বিমান বাতিল করতে হচ্ছে। এটা জলবায়ু পরিবর্তনের অশনি সংকেত। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই খবর অত্যন্ত ভীতিকর।  আমাদের উচিত অবিলম্বে এই বিষয়ে সচেতন হওয়া।

 

Leave a comment