Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিককে জামিন দিল সুপ্রিম কোর্ট

Bipasha Chakraborty

Published: 30 July, 2024, 04:51 PM
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিককে জামিন দিল সুপ্রিম কোর্ট

 

 

নয়াদিল্লি, ৩০ জুলাই: নবাব মালিকের জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত আর্থিক দুর্নীতি মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী, এনসিপি নেতা নবাব মালিক জামিন পেয়েছেন আদালতে নবাবের আইনজীবী জানান, প্রাক্তন মন্ত্রী শারীরিকভাবে খুব অসুস্থ আইনজীবীর বক্তব্য শোনার পর মঙ্গলবার বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মা অসুস্থতার কথা বিবেচনা করে নবাবের এই জামিন মঞ্জুর করেন শীর্ষ আদালত জানিয়েছে, বম্বে হাইকোর্টে নিয়মিত জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নবাব মালিকের এই জামিন বৈধ থাকবে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ইডি-র পক্ষে উপস্থিত হয়ে জামিন দেওয়ার বিরোধিতা করেননি আইনজীবী বলেন, অন্তর্বর্তীকালীন জামিন স্থায়ী করা যেতে পারে

পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ২০২২ সালের ফেব্রুয়ারিতে মালিককে গ্রেফতার করে মালিক আগেই বিভিন্ন শারীরিক অসুস্থতার পাশাপাশি কিডনির সমস্যার কথা জানিয়ে হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন

Leave a comment