Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে বিহারে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ

Bipasha Chakraborty

Published: 30 July, 2024, 03:25 PM
এসটিএফ ও পুলিশের যৌথ অভিযানে বিহারে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ

 

পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলল। কলকাতা ও বিহারের স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে। 

সোমবার গভীর রাতে হানা দিয়েছিল কলকাতা পুলিশ, পাটনা, বিহারের এসটিএফ এবং মাধরওয়া পুলিশ। সেই দলই বিহারের মাধারওয়া থানার রূপহিমপুর গ্রামে একটি সক্রিয় বন্দুক তৈরির কারখানার সন্ধান পায়। বন্দুক তৈরিতে দক্ষ চার কারখানার কর্মীকে গ্রেফতার করা হয়ছে। একইসঙ্গে কারখানার মালিক অখিলেশ কুমার কুশওয়াহাকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি বিহারের সরন জেলার রূপ্রহিমপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও ধৃতরা হলেন মুহাম্মদ চাঁদ ওরফে দামু ৩০ বছর বয়সী চাঁদ বিহারের মুঙ্গেরে হজরতগঞ্জের বাসিন্দা। মুহাম্মদ সাহিল আলম, মহ. ইরফান এবং মহম্মদ পারওয়াজ আলম। তিনজনের বাড়ি মুঙ্গের জেলায়।

উদ্ধার হয়েছে ৭.৬৫ মিমি সেমি অটোমেটিক ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র, ৭.৬৫ মিমি লাইভ কার্টিজ, বিপুল সংখ্যক সেমিফিনশেড ইম্প্রোভাইজড ৭.৬৫ মিমি পিস্তল।

Leave a comment