Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ভারতীয় রেলের কালো অধ্যায়, লাইনচ্যুত হাওড়া-মুম্বই মেল

Bipasha Chakraborty

Published: 30 July, 2024, 11:08 AM
ভারতীয় রেলের কালো অধ্যায়, লাইনচ্যুত  হাওড়া-মুম্বই মেল

আইভি আদক, হাওড়া:    ফের দুর্ঘটনার মুখে ভারতীয় রেল! হাওড়া থেকে মুম্বই যাওয়ার হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের কয়েকটি বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়েছে বলে জানা গেছে। চক্রধর পুরের রাজা খারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটেছে এই দুর্ঘটনা।বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর এখনও পর্যন্ত।জানা গেছে, এর আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের ওপরে পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয় মঙ্গলবার ভোরে।চক্রধরপুর থেকে ইতিমধ্যেই রিলিফ ট্রেন রওনা দিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে রেলের টিমও। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক, নম্বর: 033-26382217 এবং 94333-57920.

রেলের তরফে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

হাওড়া: 9433357920, 03326382217

রাঁচী: 0651-27-87115

টাটানগর: 06572290324

চক্রধরপুর: 06587 238072

রউরকেল্লা: 06612501072, 06612500244
 

Leave a comment