Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ভারতীয় যুবকের মৃত্যু, মৃতদেহ ফেরাতে প্রধানমন্ত্রীকে আর্জি পরিবারের

Kibria Ansary

Published: 29 July, 2024, 08:28 PM
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ভারতীয় যুবকের মৃত্যু, মৃতদেহ ফেরাতে প্রধানমন্ত্রীকে আর্জি পরিবারের

পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হলেন এক ভারতীয় যুবক। নিহত ওই যুবকের নাম রবি মউন (২২)। মৃত যুবক হরিয়ানার কাইথাল জেলার মাতুর গ্রামের বাসিন্দা। মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত যুবকের পরিবারের দাবি, রুশ সেনারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে রবিকে ফ্রন্টলাইনে পাঠিয়েছে, আর সেখানে তার মৃত্যু হয়।
তার ভাই অজয় মউন বলেছেন, গত ২১ জুলাই তিনি দূতবাসের কাছে তার ভাইয়ের তথ্য জানতে চান। তবে দূতাবাস তাদের জানান, রবি মারা গেছেন। এছাড়াও দূতাবাস মরদেহ শনাক্তের জন্য তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট পাঠিয়েছে। অজয়ের কথায়, রবি একটি পরিবহন কাজে নিয়োগ পেয়ে চলতি বছরের ১৩ জানুয়ারি রাশিয়া যান। কিন্তু তাকে সেনাবাহিনীতে নিযুক্ত করা হয়। মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস রবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

রবির মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ জানিয়েছেন মৃতের পরিবার। পরিবারের দাবি, ‘তার মরদেহ নিয়ে আসার মতো অর্থ আমাদের নেই। আমরা জমি বিক্রি করে প্রায় সাড়ে ১১ লাখ টাকা খরচ করে তাকে রাশিয়া পাঠিয়েছিলাম।’

দেশ - এর থেকে আরোও খবর

Indian youth died fighting for Russia family appeals to PM to return body

Leave a comment