Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ভয়ঙ্কর! তামিলনাড়ুর মঞ্জুভিরাত্তু খেলায় ষাঁড়ের গুঁতোয় মৃত্যু যুবকের

Bipasha Chakraborty

Published: 29 July, 2024, 07:38 PM
ভয়ঙ্কর! তামিলনাড়ুর মঞ্জুভিরাত্তু খেলায় ষাঁড়ের গুঁতোয় মৃত্যু যুবকের

 

চেন্নাই, ২৯ জুলাই; ভয়ঙ্কর খেলা, আর সেই জীবণমরণ খেলা উপভোগ করতে চারদিকে ভিড় হাজার হাজার দর্শকের। জালিকাট্টু ও মঞ্জুভিরাত্তু তামিলনাড়ুর দুই জনপ্রিয় খেলা। যার অর্থ হল ষাঁড়ের সঙ্গে মানুষের লড়াই। সেই খেলায় ষাঁড়ের শিংয়ের গুঁতোয় প্রাণ হারালেন এক ২৮ বছরের যুবক। শিং যুবকের পেট এফোঁড় ওফোঁড় করে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। ঘটনার পর মাঝপথে ইভেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে, তদন্ত শুরু হয়েছে। রবিবার মঞ্জুভিরাত্তু এই খেলা অনুষ্ঠিত হয়েছিল তামিলনাড়ুর কারাইকুরির শিবগঙ্গায়। খেলার জন্য দশটি ষাঁড় আনা হয়েছিল। প্রতিটি ষাঁড়কে ৩০ মিনিটের জন্য ময়দানে ছেড়ে দেওয়া হয়, তাদের নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ৯ জন প্রতিদ্বন্দ্বী।

সেই ভয়ঙ্কর খেলার মজা নিতে মাদুরাই, ত্রিচি, রামানাথাপুরম, পুদুকোট্টাই সহ আরও বহু জেলা থেকে মানুষ এসে ভিড় করে। চারদিকে শুধু কালো মাথার দর্শকের ভিড়ে খেলা শুরু হয়। চতুর্থ রাউন্ড চলার সময় সালেম থেকে আসা যুবক কার্তিক ষাঁড়ের হিংস্র আক্রমণের মুখে পড়েন, তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ষাঁড়ের শিংয়ের গুঁতোয় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পেট, বুকে আঘাত পান তিনি। হাসপাতালেই মৃত্যু হয়। 

ঘটনার পর মাঝপথে অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়, তদন্ত চলছে বলে কুন্দ্রাকুডি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a comment