Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

পকেটে মার্কিন পাসপোর্ট, মহারাষ্ট্রের জঙ্গল থেকে উদ্ধার গাছের সঙ্গে পা চেন দিয়ে বাঁধা মহিলা

Bipasha Chakraborty

Published: 29 July, 2024, 04:34 PM
পকেটে মার্কিন পাসপোর্ট, মহারাষ্ট্রের জঙ্গল থেকে উদ্ধার গাছের সঙ্গে পা চেন দিয়ে বাঁধা মহিলা


মুম্বই, ২৯ জুলাই: গভীর জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে বসে রয়েছেন এক মহিলা! যার পা গাছের সঙ্গে বাঁধা রয়েছে চেন দিয়ে। এই ঘটনা কোনও সিনেমার শুটিং নয়, এই বাস্তব চিত্র দেখা গেছে মহারাষ্ট্রের একটি জঙ্গলে। ওই মহিলার পকেট থেকে উদ্ধার হয়েছে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট কপি। 
শনিবার সন্ধ্যায় সোর্নুলি গ্রামের এক রাখাল  কান্নার আওয়াজ শুনতে পায়। আওয়াজ পেয়ে তিনি ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন এক মহিলাকে যন্ত্রণায় কাতরাতে। রাখালের কাছ থেকে খবর পেয়ে সোমবার ওই মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। 
এক বিবৃতি দিয়ে পুলিশ জানিয়েছে,  মহারাষ্ট্রের সিন্ধুর্গ জেলার একটি জঙ্গলের মধ্যে থেকে পা চেন দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। যার পকেট থেকে মার্কিন পাসপোর্টের কপি সহ আরও অন্যান্য নথি, তামিলনাড়ুর ঠিকানায় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।  
ওই মহিলাকে প্রথমে কোঙ্কন অঞ্চলের সাওয়ান্তওয়াড়িতে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সিন্ধুদুর্গের ওরোসে স্থানান্তরিত করা হয়। এর পর তার মানসিক এবং শারীরিক অবস্থা বিবেচনা করে, তাকে উন্নত চিকিৎসার জন্য গোয়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। 
চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলা মানসিকভাবে অসুস্থ। আমরা তার কাছে মেডিকেল প্রেসক্রিপশন পাওয়া গেছে। চিকিৎসা শুরু হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ওই মহিলার নাম ললিতা কায়ি। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। জাতীয়তা জানতে তার নথিগুলি যাচাই করে দেখা হচ্ছে। পুলিশ ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের সঙ্গে যোগাযোগ করছে। 
প্রাথমিক তদন্ত অনুসারে ওই মহিলা বিগত ১০ বছর ধরে ভারতে ছিলেন। শারীরিকভাবে খুব দুর্বল, বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই। বিগত কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টির মধ্যে তিনি কিছু না খেয়ে জঙ্গলের মধ্যে ছিলেদন। আমরা এখনও জানি না তিনি কতদিন ধরে এইভাবে গাছের তলায় ছিলেন। প্রাথমিকভাবে অনুমান, তার স্বামী তামিলনাড়ুর বাসিন্দা, স্ত্রীকে বেঁধে রেখে পালিয়ে গেছেন। 
পুলিশের একটি টিম দুটি দলে ভাগ হয়ে তামিলনাড়ু ও গোয়ায় ওই মহিলার বিষয়ে জানতে তার আত্মীয়দের খোঁজে রওনা দিয়েছে। 

Leave a comment