Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

তিহারে এইচআইভি আক্রান্ত ১২৫ কয়েদি, সেখানেই বন্দি 'কেজরি থেকে কেষ্ট'

ইমামা খাতুন

Published: 28 July, 2024, 05:28 PM
তিহারে  এইচআইভি আক্রান্ত ১২৫ কয়েদি, সেখানেই বন্দি  'কেজরি থেকে কেষ্ট'

পুবের কলম,ওয়েবডেস্ক:   তিহারে HIV-এর থাবা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সংশ্লিষ্ট জেলে মারণ রোগে আক্রান্ত অন্তত ১২৫ কয়েদি। এছাড়া, ভিন্ন ভিন্ন জটিল রোগে আক্রান্ত আরও ২০০ জন। কিন্তু এত জন বন্দি কীভাবে জেলের মধ্যে এইচআইভি আক্রান্ত হলেন তা এখনও স্পষ্ট নয়। কিছুদিন আগে জেলের ১০ হাজার ৫০০ জন বন্দির মেডিক্যাল টেস্ট করানো হয়েছিল। এর পরই প্রকাশ্যে আসে এই তথ্য। এই খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে তরজা। কারণ  এই জেলেই বন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডলের মতো ভিভিআইপিরা। বলা বাহুল্য, দিল্লির তিহার জেলের অন্তর্গত রয়েছে আরও দুটি জেল। নাম রোহিনী ও মণ্ডলী। সব মিলিয়ে এখানে বন্দি সংখ্যা প্রায় ১৪ হাজার। 

যদিও জেল কর্তৃপক্ষের দাবি , জেলে থাকাকালীন কারোর এইচআইভি হয়নি। জেলে আসার আগে থেকেই তারা এইচআইভি আক্রান্ত ছিল। জেলে আনার পূর্বে অপরাধীদের মেডিক্যাল টেস্ট করানো হয়েছিল, তখন থেকেই তারা এইচআইভি পজিটিভ ছিল।যদিও জেলে এইচআইভি আক্রান্তদের জন্য জেলে কোনও বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট করা হয়নি জেলের তরফে। 

 

 


 

Leave a comment