Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

সাংবিধানিক পদে রদবদল, ৯টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতির

Kibria Ansary

Published: 28 July, 2024, 01:47 PM
সাংবিধানিক পদে রদবদল, ৯টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ২৮ জুলাই: ৯টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি পুদুচেরিতে নতুন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেছেন তিনি।

মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন স্পিকার হরিভাউ কিসানরাও বাগদেকে রাজস্থানের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে। রাজ্যসভার প্রাক্তন সাংসদ ওমপ্রকাশ মাথুরকে সিকিমের রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। সিকিমের বর্তমান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যকে অসমের রাজ্যপাল করা হয়েছে। পাশাপাশি তিনি মণিপুরের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ারকে ঝাড়খণ্ডের রাজ্যপাল করা হয়েছে। এদিকে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে মহারাষ্ট্রের রাজ্যপাল করা হয়েছে। অসমের প্রাক্তন সাংসদ রমেন ডেকাকে ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে। অসমের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়াকে পঞ্জাবের রাজ্যপাল করা হয়েছে। একইসঙ্গে তিনি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসক হিসাবেও দায়িত্ব সামলাবেন তিনি। কর্নাটকের প্রাক্তন মন্ত্রী সি এইচ বিজয়শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল করা হয়েছে। প্রাক্তন আইএএস অফিসার কে কৈলাশনাথনকে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করা হয়েছে। শনিবার রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে এই খবর জানানো হয়।

Leave a comment