Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বিদেশনীতি আমি ভালো জানি: কেন্দ্রের সর্তকবার্তার পাল্টা জবাব মমতার

Kibria Ansary

Published: 27 July, 2024, 09:02 PM
বিদেশনীতি আমি ভালো জানি: কেন্দ্রের সর্তকবার্তার পাল্টা জবাব মমতার

নয়াদিল্লি, ২৭ জুলাই: বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্য নিয়ে বিতর্ক জেনো থামছেই না। ঢাকার আপত্তির পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্তক করে ভারতের বিদেশমন্ত্রক। এবার কেন্দ্রের সর্তকবার্তা নিয়ে পাল্টা দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছেন, 'বিদেশনীতি আমি অনেকের চেয়ে ভালো জানি।'

ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা থেকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ও অশান্তি নিয়ে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো। তিনি মন্তব্য করে বলেছিলেন, বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। এবিষয়ে রাষ্টসংঘের একটি সনদের কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না। কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকারই বলবে।
 
বাংলার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই আপত্তি জানিয়েছিল ঢাকা। গতকাল ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। আপনারা রিপোর্টে যেমনটা দেখেছেন, খানিকটা সে রকমই।' তিনি আরও বলেন, ‘ভারতের সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার ১০ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে, বিদেশ সংক্রান্ত সব বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ের এখতিয়ার একমাত্র ভারত সরকারের। বিষয়টি যৌথ তালিকায় নেই। আর অবশ্যই রাজ্যের তালিকায় নেই। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এখতিয়ারের বাইরের কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়।’

বিদেশমন্ত্রকের সর্তকবার্তার পরই পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে বাংলাদেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, "যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। আমি সাতবারের সাংসদ, দু'বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। বিদেশনীতি অন্য কারও চেয়ে আমি ভালো জানি। তাদের আমাকে শেখানো উচিত নয়। বরং সঠিক নিয়মগুলো তাদেরই শেখা উচিত।"

দেশ - এর থেকে আরোও খবর

I know foreign policy well Mamata's counter to Centre's warning

Leave a comment