Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'দেশকে ঐক্যবদ্ধ রাখতে নেহরুর ভূমিকা প্রশংসনীয়' বিজেপির বাংলা ভাগের 'রাজনীতি'তে নাম না করে আক্রমণ শরদ পাওয়ারের

Bipasha Chakraborty

Published: 27 July, 2024, 07:21 PM
'দেশকে ঐক্যবদ্ধ রাখতে নেহরুর ভূমিকা প্রশংসনীয়' বিজেপির বাংলা ভাগের 'রাজনীতি'তে নাম না করে আক্রমণ শরদ পাওয়ারের

 

নয়াদিল্লি, ২৭ জুলাই: বিজেপির বাংলা ভাগের দাবি নিয়ে যখন উত্তপ্ত রাজ্য-রাজনীতি, তখন সরাসরি নাম না করে এনসিপি প্রধান শরদ পাওয়ার কেন্দ্রকে আক্রমণ করলেন। শরদ পাওয়ার বলেন, বিভাজন-পরবর্তী দেশকে ঐক্যবদ্ধ রাখতে নেহরুর নেতৃত্বের প্রয়োজন ছিল। 

এনসিপি প্রধান বলেন, দেশের জন্য নেহরুর একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ছিল, তাঁর নেতৃত্ব ভারতের উন্নয়নের জন্য ছিল প্রশংসনীয়। শনিবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বের ভূয়সী প্রশংসা সহ সর্দার বল্লভভাই প্যাটেলকে একজন দক্ষ প্রশাসক হিসাবে উল্লেখ করেন তিনি। 

পাওয়ার, নেহরু আধুনিক ভারতের জন্য তাঁর দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেন, বিভাজন-পরবর্তী দেশকে ঐক্যবদ্ধ রাখতে তাঁর নেতৃত্বের প্রয়োজন ছিল। পাওয়ার বলেন, দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল একজন দক্ষ প্রশাসক ছিলেন। তিনি দেশের কৃষক ও শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছিলেন। স্বাধীনতা-পরবর্তী দেশকে একত্রিত করার ক্ষেত্রে প্যাটেলের অবদান ছিল অপরিসীম। কারণ তিনি ভারতের ইউনিয়নে একীভূত হওয়ার জন্য দেশীয় রাজ্যগুলিকে সদর্থক ভূমিকা নেওয়ার জন্য উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেছিলেন। মহাত্মা গান্ধিও এই দুই নেতার দক্ষতার বিষয়ে জানতেন। 

শরদ পাওয়ার বলেন, আধুনিক ভারত গড়তে নেহরুর ভূমিকা দেশের উন্নয়ন ও অগ্রগতির সহায়ক ছিল। দেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল তাঁর। 

ভারতের সংবিধানের খসড়া তৈরিতে ডক্টর বি আর আম্বেদকরের অবদান, ১৯৪২ থেকে ৪৬ সালের মধ্যে মন্ত্রী হিসাবে বৈদ্যুতিক শক্তি এবং জল সম্পদের ক্ষেত্রে তাঁর কাজ অতুলনীয় ছিল বলে উল্লেখ করেন। এদিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চারটি বই প্রকাশ করেছেন। যেগুলি হল 'নেহেরু-প্যাটেল সম্পর্ক- মিথ অ্যান্ড রিয়েলিটি',  'ডক্টর বি আর আম্বেদকর - তার জীবনের সন্ধ্যায় হতাশ এবং মোহভঙ্গ', 'দেশভাগের অপরাধী', '৯০ নট আউট', লিখেছেন শেশরাও চ্যাবন। 

Leave a comment