নয়াদিল্লি, ২৭ জুলাই: রাশিয়ার পর এবার ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী অগাস্ট মাসেই ইউক্রেনের কিয়েভে যাবেন প্রধানমন্ত্রী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর এই প্রথম কিয়েভে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সরকারি সূত্রে খবর, আগামী ২৩ অগাস্ট ইউক্রেনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। যুদ্ধ নিয়ে দুই রাষ্ট্রনেতা কথা বলবেন। যুদ্ধ থামাতে তিনি কী বার্তা দেন, তার দিকে মুখিয়ে গোটা বিশ্ব।