পুবের কলম, ওয়েব ডেস্কঃ চারতলা বাড়ি ভেঙে পড়ল নাভি মুম্বাইয়ের শাহবাজ এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর ৫ টা নাগাদ। বেশ কয়েকজন আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ, দমকল এবং এনডিআরএফের তৎপরতায় চলছে উদ্ধারের কাজ। সকাল ৮টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ২ জন আহতকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে আরও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে অনুমান। কীভাবে বা কী কারণে বাড়িটি ভেঙে পড়ল। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি।