দেশকে নতুন দিশা দেখাবে: কেন্দ্রীয় বাজেট নিয়ে মত স্বরাষ্ট্রমন্ত্রীর
আপনি রিল মন্ত্রী', 'চুপ করুন', সংসদে বিরোধীদের কটাক্ষে মেজাজ হারালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
১ দশক পর জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট, নির্ঘণ্ট প্রকাশের অপেক্ষা
পুবের কলম, ওয়েব ডেস্কঃ শুক্রবার রাজধানীতে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। তার আগে এ দিন বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া চা চক্রে মিলিত হন মুখ্যমন্ত্রী। তারপরেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে যান তৃণমূল সুপ্রিমো। কেজরিওয়ালের স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বাংলার মুখ্যমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সুনিতা কেজরিওয়াল। এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবেশ করে কেজরিওয়ালের বাবা-মায়ের আশীর্বাদ নেন মমতা। কেজরির মা-কে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। বেশ খানিকক্ষণ সৌজন্য সাক্ষাৎ সারেন তৃণমূল সুপ্রিমো। ছিলেন আপ সাংসদ রাঘব চাড্ডাও।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই খুব ভালো। ইণ্ডিয়া জোটেও মমতার ডাকে সাড়া দিয়ে যোগ দিয়েছিলেন কেজরিওয়াল ৷ কিন্তু লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরেই আবগারি দুর্নীতি মামলায় জেলে যেতে হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেসময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মমতা। ফোন করে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন তিনি। গত মে মাসে কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে অন্তবর্তী জামিন পাওয়ার পরও প্রতিক্রিয়া দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানান, শীর্ষ আদালতের রায়ে তিনি খুশি।
ইণ্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। আর সে কারণেই অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হতেই তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদে থাকা কোনও মুখ্যমন্ত্রীকে নির্বাচন চলাকালীন এভাবে গ্রেফতার করা গণতন্ত্রের পরিপন্থী বলেও দাবি করেন তিনি। এবারও নীতি আয়োগের বৈঠকের কারণে দিল্লি সফরে কেজরিওয়ালের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে ভুললেন না মমতা।