Sun, September 8, 2024

ই-পেপার দেখুন

আইসিইউতে থাকা নবজাতকদের পরিচর্যায় উদ্যোগ কেন্দ্রের, তৈরি ১০০টিরও বেশি ল্যাক্টেশন ম্যানেজমেন্ট ইউনিট

Bipasha Chakraborty

Published: 26 July, 2024, 08:51 PM
আইসিইউতে থাকা নবজাতকদের পরিচর্যায় উদ্যোগ কেন্দ্রের, তৈরি ১০০টিরও বেশি ল্যাক্টেশন ম্যানেজমেন্ট ইউনিট

 

পুবের কলম, ওয়েবডেস্কঃ অসুস্থ, সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের নিবিড় পরিচর্যার জন্য বিশেষভাবে উদ্যোগ নিল কেন্দ্র সরকার। দেশে তৈরি হল ১০০টিরও বেশি ল্যাক্টেশন ম্যানেজমেন্ট ইউনিট। এই ইউনিটটি আইসিউতি ভর্তি থাকা শিশুদের পরিচর্যা থেকে খাদ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবে। লক্ষ্য শিশুদের সুস্থতার জন্য পাস্তুরাইজড দুধের ব্যবস্থা করা সহ মাতৃদুগ্ধ নিশ্চিত করার বিষয়টি আরও সহজ করা। কেন্দ্রের লক্ষ্য হল শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। 

নবজাতক শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে কেন্দ্র সরকার সারা দেশে ১০২টি  ল্যাক্টেশন ম্যানেজমেন্ট সেন্টার (সিএলএমসি)এবং ল্যাক্টেশন ম্যানেজমেন্ট ইউনিট (এলএমইউ)প্রতিষ্ঠা করেছে।

নবজাতকের জন্য মাতৃদুদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা নিউমোনিয়া, ডায়রিয়া এবং হাঁপানি, অ্যালার্জি, শৈশবকালের স্থূলতা, ডায়াবেটিস এবং প্রাপ্তবয়স্ক হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী অবস্থার মতো অসুস্থতা থেকে রক্ষা করার পাশাপাশি বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল শুক্রবার  লোকসভায় এই বিষয়টি লিখিত আকারে পেশ করেন। 

২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রিপোর্ট অনুসারে, বর্তমানে ৫২টি  ল্যাক্টেশন ম্যানেজমেন্ট সেন্টার এবং ৫০টি ল্যাক্টেশন ম্যানেজমেন্ট ইউনিট দেশব্যাপী কাজ করছে।

Leave a comment