নাগপুর, ২৬ জুলাই: ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল পড়ুয়া ভর্তি স্কুল বাস। বৃহস্পতিবার নাগপুরে রেলের লেভেল ক্রসিংয়ে আটকে স্কুল বাস। ট্রেনের লোকে পাইলটের তৎপরতায় ৪০ জন পড়ুয়ার প্রাণ বেঁচে যায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে খাপারখেদায় এই ঘটনা ঘটে। লেভেল ক্রসিংয়ে লাল সংকেত দেখেও স্কুল বাসের চালক গাড়ি থামাননি। যে কারণেই ঘটনাটি ঘটে।
এক পুলিশ কর্তা জানান, বাসটি লেভেল ক্রসিংয়ের ঢুকে পড়ার পর, ক্রসিংয়ের দুটি গেটই বন্ধ হয়ে যায়। কারণ সেই সময় ট্রেন যাওয়ার কথা ছিল। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিল্লিতে রেকর্ড বৃষ্টিতে মৃত্যু ১১ জনের,আগামী চার দিন ভারী বর্ষণের সতর্কতা
বিশ্বকাপ জয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
বেঁচে থাকলে কাশ্মীর ইস্যু সমাধান করেই ছাড়ব: পুলওয়ামাতে নির্বাচনী প্রচারে মেহেবুবা
জানা গিয়েছে, ওই সময় একটি যাত্রীবাহী ট্রেন মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে নাগপুরের ইতওয়ারি যাচ্ছিল। ট্রেনকে থামানোর জন্য রেললাইনে দাঁড়িয়ে ট্রেনের চালককে থামার সংকেত দিতে থাকে স্থানীয়রা। রেললাইনে অনেক মানুষকে দেখে ব্রেক কষেন লোকো পাইলট। লেভেল ক্রসিংয়ের আগে ট্রেনটিকে থামিয়ে দেন চালক।
খাপারখেদা থানার ইনচার্জ ধানাজি জালাক বলেন, রেড সিগন্যাল দেখে এবং স্বয়ংক্রিয় গেট বন্ধ হয়ে যাবে জেনেও ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন বাস চালক। ট্রেন থামার দশ মিনিটের মধ্যে রেললাইন থেকে বাসটি নিরাপদে সরানো হয়।