Sun, September 8, 2024

ই-পেপার দেখুন

২০ জন ক্ষুদে স্কুল পড়ুয়াকে বাঁচিয়ে, হৃদরোগে মৃত্যু বাস চালকের

Bipasha Chakraborty

Published: 26 July, 2024, 07:48 PM
২০ জন ক্ষুদে স্কুল পড়ুয়াকে বাঁচিয়ে, হৃদরোগে মৃত্যু বাস চালকের

 

চেন্নাই, ২৬ জুলাই: বুকে যন্ত্রণা শুরু হয়েছিল, কোনমতে তিনি স্কুলবাসটিকে রাস্তার একধারে দাঁড় করান। ২০ জন ক্ষুদে পড়ুয়ার জীবন বাঁচিয়ে হৃদরোগ আক্রান্তের কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হল বাস চালকের।   

তামিলনাড়ুর ঘটনা। জানা গেছে, রাজ্যের তিরুপ্পুর জেলার একটি স্কুল বাসে ২০ জন পড়ুয়া ছিল। প্রতিদিনের মতো তাদের নিয়ে আসছিলেন ৪৯ বছরের বাস চালক সেমালাইপ্পান। শরীর খারাপ হতে শুরু করলে বাসটি রাস্তার ধারে থামিয়েই অচৈতন্য হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি সেমালাইপ্পানকে হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা মৃত্যু হয়েছে বলে জানান। তামিলনাড়ু সরকার তাঁর পরিবারের উদ্দেশে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা স্কুল বাস চালকের সাহসিকতার প্রশংসা করে স্যালুট জানিয়েছেন। ভেলাকোয়েল জেলার

এআনভি ম্যাট্রিক স্কুলের বাস চালক ছিলেন সেমালাইপ্পান। ২৪ জুলাই স্কুল থেকে ক্ষুদে পড়ুয়াদের তুলে নিয়ে তাদের বাড়ি পৌঁছতে যাচ্ছিলেন তিনি। পথেই অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থাতেও পড়ুয়াদের কথা চিন্তা করে তিনি বাসটিকে রাস্তার ধারে সাইড করেন। তার স্ত্রী ওই স্কুলে বাসের হেল্পার হিসেবে কর্মরত। স্বামীর মৃত্যুর সময় ওই বাসেই ছিলেন তিনি। 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন চালক সেমালাইপ্পানের এই সাহসিকতার প্রশংসা করেছেন। স্টালিন এক বিবৃতি দিয়ে বলেন, নিজের জীবন বিপন্ন বুঝতে পেরেও তিনি স্কুল পড়ুয়াদের বাঁচিয়েছেন। তার এই ত্যাগ ও সাহসিকতার জন্য তাকে স্যালুট জানাই। তিনি তাঁর মানবিক কাজের মাধ্যমে সকলের মধ্যে বেঁচে থাকবেন। শোকসন্তপ্ত পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন ডিএমকে মন্ত্রী সাংসদ সামিনাথন। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে শোকজ্ঞাপন করেন স্কুল শিক্ষা মন্ত্রী অম্বিল মহেশ। 

Leave a comment