মুম্বাই, ২৬ জুলাই: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। এই পরিস্থিতিতে মুম্বাইয়ের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিল পুলিশ। আবহাওয়া দফতর (আইএমডি) মুম্বাইয়ে রেড অ্যালার্ট ঘোষণা করার পরে পুলিশ এই পরামর্শ দিয়েছে। মুম্বাই পুলিশ এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ‘আইএমডি শুক্রবার সকাল ৮.৩০ টা পর্যন্ত মুম্বাইয়ের জন্য রেড অ্যালার্ট ঘোষণা করেছে। সমস্ত মুম্বাইবাসীকে অত্যাবশ্যক না হলে বাড়ির ভেতরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে নিরাপদে থাকুন। জরুরী পরিস্থিতিতে ১০০, ১১২ ডায়াল করুন।’
প্রবল বৃষ্টিপাতের কারণে এরই মধ্যে এগারোটি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১০টি মুম্বাই এর আশেপাশে বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৮.৩০ টা পর্যন্ত গত ২৪ ঘন্টার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মুম্বাই শহরে ৪৪মিলিমিটার, পূর্ব শহরতলিতে ৯০মিমি এবং পশ্চিম শহরতলিতে ৮৯ মিমি।
সোমবার থেকে মহার্ঘ্য হল পেট্রোল ডিজেল, বাণিজ্যিক রান্নার গ্যাসে মিলল আংশিক স্বস্তি
প্রাক্তন প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের শ্যুট করা ভিডিয়ো ভাইরাল, অভিযুক্ত বাইশের যুবক
পিস্তল উঁচিয়ে আমলার মায়ের 'দাদাগিরি', মনোরমা খেদকরকে নোটিশ ধরাল পুনে পুলিশ
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং রায়গড় কালেক্টরকে ডেকে বন্যা-দুর্গত মানুষকে সাহায্য করতে বলেছেন। শিন্ডে বলেন, ‘পুনেতে রাস্তাঘাটে ও মানুষের বাড়িতে জল জমে আছে। খড়কওয়াসলা বাঁধ এবং আশেপাশের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে। জেলা কালেক্টর, মিউনিসিপ্যাল কমিশনার এবং পুলিশ কমিশনাররা সতর্ক রয়েছেন।’