Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

'জঙ্গিরা জেল না হয় জাহান্নমে যাবে', জম্মু-কাশ্মীরে জঙ্গিহানার ঘটনায় সংসদে সরব কেন্দ্রীয় মন্ত্রী

Bipasha Chakraborty

Published: 24 July, 2024, 08:04 PM
'জঙ্গিরা জেল না হয় জাহান্নমে যাবে', জম্মু-কাশ্মীরে জঙ্গিহানার ঘটনায় সংসদে সরব কেন্দ্রীয় মন্ত্রী

 

নয়াদিল্লি, ২৪ জুলাই: 'জঙ্গিদের জেল না হয় জাহান্নমে যেতে হবে', জম্মু-কাশ্মীরে লাগাতার জঙ্গি হানা ও সেনা নিহতের ঘটনায় এইভাবেই গর্জে উঠলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। রাজ্যসভায় প্রশ্নত্তোর পর্ব চলাকালীন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারির প্রশ্নের উত্তরে এইভাবে জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তিওয়ারি। 

বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, জঙ্গি হানায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর। জঙ্গিদের জেল না হয় জাহান্নমে যেতে হবে। রাই বলেন, জঙ্গি দমনে মোদি সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছেন। এই জঙ্গি কার্যকলাপ শীঘ্রই শেষ হবে। তারা তাদের সন্ত্রাসী পরিকল্পনায় সফল কখনই হবে না। রাই বলেন, বিগত কয়েকদিনে সেনা অভিযানে ২৮ জন জঙ্গি নিহত হয়েছে। দুর্ভাগ্যজনক যে কয়েকজন নিরাপত্তারক্ষীকে আমরা হারিয়েছি। 

মন্ত্রী দাবি করেছেন, ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করার পরে নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে প্রায় ৯০০ সন্ত্রাসীকে হত্যা করেছে। তার কথায় ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে ইউপিএ'র শাসনামলে জম্মু-কাশ্মীরে ৭২১৭টি জঙ্গি হানার ঘটনা ঘটেছে। তবে ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর সেই সংখ্যা কমে নেমে এসেছে ২২৫৯-তে। তবে যা হয়েছে, তাও হওয়ার কথা নয়, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। তবে এই জঙ্গি হানা নিয়ে রাজনীতি করা উচিত নয়। 

নিত্যানন্দ রাই বলেন, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ২৮২৯ সাধারণ মানুষ সহ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। ২০১৪ সাল থেকে এই সংখ্যা ৬৭ শতাংশ কমে গিয়েছে। জঙ্গি হামলার ঘটনা ৬৯ শতাংশ কমেছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, জম্মু ও কাশ্মীরের মানুষ এখন শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং নিরাপত্তার সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে।

Leave a comment