পুবের কলম, ওয়েব ডেস্কঃ খারিজ হয়ে গেল পুনরায় নিট ইউজি পরীক্ষার আবেদন। মঙ্গলবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে ২৪ লক্ষ পরীক্ষার্থীর কথা ভেবে নতুন করে নিট নেওয়ার দরকার নেই। দুইটি শহরে প্রশ্নপত্র ফাঁস হলেও পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত ত্রুটির প্রমাণ মেলেনি। তাই রি-টেস্টের দরকার নেই। আদালতের মতে, ‘রেকর্ডে থাকা নথিগুলো মোটেও এমন ইঙ্গিত দেয় না যে, প্রশ্নপত্র পরিকল্পনামাফিক ফাঁস হয়েছে।’
মোদিজির জমানায় সত্যের কণ্ঠরোধ করা হয় : রাহুল
আইসিইউতে থাকা নবজাতকদের পরিচর্যায় উদ্যোগ কেন্দ্রের, তৈরি ১০০টিরও বেশি ল্যাক্টেশন ম্যানেজমেন্ট ইউনিট
ওয়াকফ বিল বাতিলের দাবি, দেশজুড়ে 4 কোটির বেশি ইমেল গেল জেপিসিতে
উল্লেখ্য যে, গত ৫ মে নিট-ইউজি পরীক্ষা নেওয়া হয়েছিল। তার ফল প্রকাশের পরে দেখা যায় যে, প্রথম স্থানাধিকারী ৬৭ জন। এর পরই এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে দেশজুড়ে বিস্তর অভিযোগ ওঠা শুরু করে। তারমধ্যেই উঠে আসে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগও। অনেককে গ্রেস মার্কসও দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা সেই অভিযোগ তুলেছিলেন। যা পরে স্বীকার করে নিয়েছিল এই পরীক্ষার পরিচালক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে, সংস্থা প্রশ্ন ফাঁসের অভিযোগ মানেনি। এরপর বিষয়টি নিয়ে তদন্ত হয়। তদন্ত চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
তার ভিত্তিতে শীর্ষ কোর্ট জানিয়েছে, প্রায় ২৪ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছিলেন। এই সব পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই কয়েকশো কিলোমিটার দূর থেকে এসে পরীক্ষা দিয়েছেন। সেই সব কারণকে মাথায় রেখে শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে, কিছু জায়গায় প্রশ্নফাঁসের অভিযোগের জন্য গোটা পরীক্ষাটাই বাতিল করে দেওয়া যায় না। সেটা হলে, সৎ পরীক্ষার্থীদের কাছে তা ভয়ংকর হবে। তাঁদের বছর নষ্ট হবে। সেই কারণেই আদালত মঙ্গলবার হয়ে যাওয়া পরীক্ষাকেই বহাল রেখেছে। আগে, ৬ জুলাই থেকে নিট-ইউজির কাউন্সেলিং শুরুর কথা ছিল। কিন্তু, শীর্ষ আদালতের নির্দেশে তা পিছিয়ে যায়। মঙ্গলবার আদালতের নির্দেশের পর এখন দেখার, কবে সেই কাউন্সেলিং হয়।