Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে যুদ্ধ জাহাজ আইএনএস বহ্মপুত্র,  নিখোঁজ নাবিক

Bipasha Chakraborty

Published: 23 July, 2024, 07:35 PM
ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে যুদ্ধ জাহাজ আইএনএস বহ্মপুত্র,  নিখোঁজ নাবিক

 

মুম্বই, ২৩ জুলাই: ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে ভারতীয় নৌসেনার যুদ্ধ জাহাজ আইএনএস বহ্মপুত্র। মুম্বই ডক ইয়ার্ডে জাহাজে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন আগুন লাগে নৌতরীটিতে। যুদ্ধজাহাজের একাংশ আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশাল 'গাইডেড মিসাইল ফ্রিগেট' যুদ্ধ জাহাজটিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে সোমবার সকালে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। জাহাজটির তার বার্থের পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে একপাশে হেলে রয়েছে সেটি।  

জানা গিয়েছে, এক নাবিকের খোঁজ মিলছে না। নৌসেনা সূত্রে খবর, অনেক চেষ্টা করেও জাহাজটিকে পূর্বের অবস্থায় ফেরানো সম্ভব হয়নি। এক জুনিয়র নাবিকের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই নাবিকের খোঁজে জোরকদমে তল্লাশি চলছে। নৌসেনার তরফে জানানো হয়েছে, ওই জাহাজে থাকা বাকিরা সকলেই নিরাপদে আছেন। ২১ জুলাই বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডের উদ্যোগে এই আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে বলে খবর। এরপর ২২ জুলাই সকালে জাহাজের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। 

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। তবে পিছনে কোনও নাশকতার ষড়যন্ত্র রয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় নৌসেনার তরফে।  

২০২০ সালে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয় রণতরী আইএনএস ব্রহ্মপুত্র। এই যুদ্ধ জাহাজ সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি ব্রহ্মপুত্র শ্রেণির প্রথম মিসাইল ফ্রিগেট জাহাজ। এই জাহাজে মোতায়েন থাকেন ৪০ আধিকারিক সহ ৩৩০ জনের নাবিকের দল। 

Leave a comment