Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

আজ প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি, গোটা দিল্লি জুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তা

Puber Kalom

Puber Kalom

Published: 09 June, 2024, 02:49 PM
আজ প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি, গোটা দিল্লি জুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তা
পুবের কলম, ওয়েবডেস্ক: আজ প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছেন মোদি। সন্ধ্যা ৭.১৫ নাগাদ শপথ নেবেন তিনি। গোটা দিল্লি জুড়ে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের একাধিক রাষ্ট্রপ্রধান। সড়ক থেকে আকাশপথ সর্বত্রই কড়া নজরদারি। দিল্লি পথ নো ফ্লাইন জোন ঘোষণা করা হয়েছে।তবে এবার থেকে আর মোদি সরকার বা মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার বলা যাবে না, শরিকদের সহযোগিতায় তৈরি হচ্ছে এনডিএ সরকার। এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রিত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে, মলদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। আমন্ত্রিত নেপাল, ভূটান, এমনকি মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ। শপথগ্রহণর পরে রাষ্ট্রপতি ভবনে একটি নৈশভোজনের আয়োজন করা হয়েছে। মোদির সঙ্গে শপথ নেওয়ার কথা ৫২-৫৫ জন মন্ত্রীর। ক্যাবিনেট মন্ত্রী পদে শপথ নিতে পারেন ১৯-২২ জন, প্রতিমন্ত্রী পদে শপথ নিতে পারেন ৩৩-৩৫ জন। একজন ক্যাবিনেট মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রী পেতে পারে টিডিপি। জেডিইউ পেতে পারে একজন ক্যাবিনেট মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। একনাথ শিণ্ডের শিবসেনা, এলজেপি থেকেও এক জন করে মন্ত্রী হতে পারেন। আরএলডি, অজিত পাওয়ারের এনসিপি থেকে এক জন করে মন্ত্রী হতে পারেন। উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন রাজনাথ সিংহ, মধ্যপ্রদেশ থেকে মন্ত্রী হতে পারেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিংহ চৌহান। মন্ত্রিত্ব পেতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। ফের মন্ত্রী হতে পারেন নাড্ডা, ভূপেন্দ্র যাদব, অর্জুনরাম মেঘওয়াল। মোদির ক্যাবিনেটে মন্ত্রী হতে পারেন এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, নিতিন গডকড়ী, পীযূষ গোয়েল।

Leave a comment