Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

মোদি সরকারের বাজেট দিশাহীন: একযোগে আক্রমণ 'ইন্ডিয়া'র নেতাদের

Kibria Ansary

Published: 23 July, 2024, 07:28 PM
মোদি সরকারের বাজেট দিশাহীন: একযোগে আক্রমণ 'ইন্ডিয়া'র নেতাদের

নয়াদিল্লি, ২৩ জুলাই: তৃতীয়বার ক্ষমতায় আসার পর এনডিএ সরকারের প্রথম বাজেট পেশ হল সংসদে। ৯ দফা উন্নতির লক্ষ্যে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটের প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। মোদি বলেছেন, "এই বাজেট সমাজের প্রতিটি শ্রেণীকে শক্তিশালী করবে। দেশের গরিব, গ্রাম ও কৃষকদের সমৃদ্ধির পথে নিয়ে যাবে।" এদিকে কেন্দ্রীক বাজেটকে 'দিশাহীন' বলে মন্তব্য করলেন ইন্ডিয়া জোটের নেতারা। কে কি বললেন?

রাহুল গান্ধি: কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। অর্থমন্ত্রীর বিরুদ্ধে ফাঁপা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "'কুর্সি বাঁচাও বাজেট'। মিত্রদের তুষ্ট করেছে: অন্যান্য রাজ্যকে ফাঁপা প্রতিশ্রুতি দিয়েছে। ক্রোনিদের তুষ্ট করেছে: সাধারণ ভারতীয়দের জন্য কোনও স্বস্তি ছাড়াই এএ-র সুবিধা। কপি এবং পেস্ট: কংগ্রেসের ইশতেহার এবং পূর্ববর্তী বাজেট।"

মল্লিকার্জুন খাড়গে: এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "মোদি সরকারের 'কপিক্যাট বাজেট' কংগ্রেসের ন্যায়বিচারের অ্যাজেন্ডা থেকেও ঠিকমতো নকল করতে পারেনি! মোদি সরকারের বাজেটে এনডিএ-কে টিকিয়ে রাখার জন্য জোট শরিকদের ধোঁকা দিতে আধা-হৃদয় 'রেওয়াদি' বিতরণ করা হচ্ছে। এটা দেশের 'অগ্রগতির বাজেট' নয়, এটা 'মোদী সরকার বাঁচাও' বাজেট।" যুবক, কৃষক, দলিত, আদিবাসী, অনগ্রসর শ্রেণি, সংখ্যালঘু, মধ্যবিত্ত এবং গ্রামীণ দরিদ্রদের জন্য বাজেটে উল্লেখযোগ্য ঘোষণা না করায় সমালোচনাও করেছেন কংগ্রেস সভাপতি। তিনি বলেছিলেন যে মহিলাদের জন্য কোনও উল্লেখযোগ্য পরিকল্পনা নেই এবং সরকার ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং গ্রামীণ উন্নয়নের মতো বিষয়গুলিকে উপেক্ষা করেছে। তিনি বলেন, "কংক্রিট বলে কিছু নেই! 'দরিদ্র' শব্দটি কেবল 'স্ব-ব্র্যান্ডিংয়ের' একটি মাধ্যম হয়ে উঠেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়: কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে মোদি সরকারকে তীব্র ধিক্কার জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিধানসভা থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দার্জিলিং কি দোষ করেছিল, সিকিমকে আর বাংলাকে বঞ্চিত করা হল। সিকিমকে দিক আমার সেই নিয়ে কোনও অসুবিধা নেই, কিন্তু বাংলাকে বঞ্চনা কেন? ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বাকি, আর বাংলাকে কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করা হল, আর উল্টে বাংলা থেকে জিএসটি তুলে নিয়ে যাচ্ছে। মমতা তীব্র আক্রমণ করে বলেন, একটি দলকে খুশি করতে গিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মূলক বাজেট। এই বাজেট সম্পূর্ণ দিশাহীন। কোনও চাকরির সংস্থানের কথা বাজেটে উল্লেখ নেই। গরিবরা বঞ্চিত। এই বাজেট কোনও আলো দেখাতে পারল না।

পি চিদম্বরম: প্রবীণ কংগ্রেস নেতা বলেছেন, "বাজেট 'সুযোগ মিস' করেছে। কংগ্রেসের কর্মসংস্থান-লিঙ্কড ইনসেন্টিভ (ইএলআই) এবং শিক্ষানবিশ প্রকল্পকে কপি করার জন্য স্বাগত জানাচ্ছি। তবে কংগ্রেসের ইশতেহার থেকে আরও কিছু ধারণা অন্তর্ভুক্ত করা হলে ভালো হত।" কংগ্রেসের দীর্ঘদিনের দাবি অ্যাঞ্জেল ট্যাক্স বিলোপের পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন চিদম্বরম।

অখিলেশ যাদব: সমাজবাদী পার্টির প্রধান কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেছেন। এই বাজেটকে বিহার ও অন্ধ্রপ্রদেশের বিশেষ প্রকল্পের সুবিধা দিয়ে ক্ষমতা ধরে রাখার কৌশল নিয়েছে বিজেপি বলে তোপ দেগেছেন তিনি। অখিলেশ যাদব বলেন, "গত ১০ বছরে ওরা বেকারত্ব বাড়িয়েছে।" কৃষক ও যুবকদের জন্য বিজেপি কী করেছে? তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সব সময় বাংলাকেই বঞ্চনার শিকার হতে হয়েছে। এর জবাব দেবে বাংলার মানুষ। বেকারত্ব ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, ও ক্রমবর্ধমান মুদ্রস্ফীতির মতো জরুরি সমস্যাগুলি মোকাবিলার পরিবর্তে বিজেপি তার জোট অংশীদারদের ঘুষ দেওয়ার জন্য সরকারের অচলাবস্থার আগে সময় কেনার জন্য একটি বাজেট তৈরি করেছে! যে বাংলা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে, নবজাগরণে অগ্রণী ভূমিকা নিয়েছে তাকে কেন্দ্রীয় সরকার লাগাতার বঞ্চনা করে চলেছে। এই বঞ্চনা বাংলার মানুষ সহ্য করবে না।

ডিম্পল যাদব: সমাজবাদী পার্টির সাংসদ বলেন, "মহিলাদের নিয়ে প্রধান উদ্বেগ হল তাঁদের নিরাপত্তা। এই সমস্যার কোনও সমাধান নেই বাজেটে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিতে চায় না সরকার।"

সীতারাম ইয়েচুরি: সিপিআই(এম) সাধারণ সম্পাদক বলেছেন, "বাজেট ক্রমবর্ধমান বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং খাদ্যের মূল্য মোকাবেলায় ব্যর্থ হয়েছে। জিডিপি অনুযায়ী সরকারি ব্যয় কমে গেছে, যা মানুষের সমস্যা বাড়াবে।"

Leave a comment