Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

প্রাক্তন প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের শ্যুট করা ভিডিয়ো ভাইরাল, অভিযুক্ত বাইশের যুবক

Bipasha Chakraborty

Published: 23 July, 2024, 06:26 PM
প্রাক্তন প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের শ্যুট করা ভিডিয়ো ভাইরাল, অভিযুক্ত বাইশের যুবক

 

 

মুম্বই, ২৩ জুলাই: প্রাক্তন প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো শ্যুট করে তার পরিবারকে পাঠানোর অভিযোগ। মুম্বইয়ের আজাদ ময়দান থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, কুড়ির এক তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ওই তরুণীর মা ও কাকার পরিচিত ছিল ওই যুবক।

তরুণী জানিয়েছেন, কর্নাটকের বাসিন্দা তোহিফ শরীফ নামে এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তার সম্মতিতেই তোহিফের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল। সেই সময় তোহিফ তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো শ্যুট করে। তাদের প্রেমের সম্পর্কে তার বাবা-মায়ের আপত্তি ছিল। সেই কারণে পড়াশোনার জন্য তাকে মুম্বইতে তার কাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তিনি বিমান সেবিকার কোর্স করছিলেন। ১৯ জুন তোহিফ তার দেখা করে তার চরিত্র খারাপ বলে অভিযোগ আনেন। তৌহিফ তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়োগুলি তার মা ও কাকাকে পাঠিয়ে দেয়।

কাকার সাহায্য নিয়ে তিনি তৌহিফের নামে মুম্বইয়ের আজাদ ময়দান থানায় অভিযোগ দায়ের করেন। তার বাবা-মা তৌহিফের নামে কর্নাটকে একটি অভিযোগ দায়ের করেছেন। আজাদ ময়দান থানার পুলিশ জানিয়েছে, তোহিফ শরীফের নামে এক যুবকের বিরুদ্ধে যৌন নিপীড়ন সহ অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।     

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment