গুয়াহাটি, ২৩ জুলাই: দেশের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থানে পৌঁছাবে, কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে বললেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। মোদির প্রশংসা করে তিনি বলেন, "মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এবং তাঁর টিমকে অভাবনীয় একটি বাজেট উপস্থাপনের জন্য অভিনন্দন। কেন্দ্রীয় বাজেট ভারতের উন্নতির গতি বজায় রাখতে একটি দৃঢ় রোডম্যাপ তৈরি করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা দেশের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্থানে নিয়ে যেতে চায়।"