নয়াদিল্লি, ২৩ জুলাই: মোদি ৩.০ সরকারের প্রথম বাজেটের প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, জনমুখী এবং উন্নয়নমুখী বাজেট। এই বাজেট উন্নত জাতি হিসাবে দেশের উত্থানের গতিতে ইন্ধন জোগাবে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "২০২৪-২৫ সালের বাজেট প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বাধীন এনডিএ সরকারের অধীনে ভারতকে নতুন দিশা দেখাবে। দেশবাসীকে আশা দেখানোই নয়, তাদের শক্তিশালীও করবে।"
তিনি আরও লিখেছেন, "ভারতের যুবসমাজ, নারী শক্তি এবং কৃষকদের শক্তি যোগাবে। এই বাজেট দেশে নতুন কর্মসংস্থান ও সুযোগের নতুন সূচনা করবে। উন্নত জাতি হিসাবে আত্মপ্রকাশের পথে দেশকে ত্বরান্বিত করবে।" এদিন অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে "জনমুখী এবং উন্নয়নমুখী" বাজেটের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।