Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

ভোটের ফলাফলে উচ্ছ্বসিত হাত শিবির, যোগী রাজ্যে 'ধন্যবাদ যাত্রা' আয়োজন কংগ্রেসের

News Desk

Published: 08 June, 2024, 03:56 PM
ভোটের ফলাফলে উচ্ছ্বসিত হাত শিবির, যোগী রাজ্যে 'ধন্যবাদ যাত্রা' আয়োজন কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ জুন: লোকসভা ভোটের ফলাফল দেখে আরও আত্মবিশ্বাস বেড়েছে কংগ্রেসের শীর্ষ নেতাদের মুখে। তাই এবার 'ভারত জোড়ো' যাত্রার পর 'ধন্যবাদ যাত্রা'র প্রস্তুতি শুরু করেছে হাত শিবির। দেশবাসীর রায়কে কুর্নিশ জানিয়ে এই যাত্রার আয়োজন বলে জানিয়েছেন দলের নেতারা।
উত্তর প্রদেশ তথা রামমন্দিরের রাজ্যেই 'মোদি ম্যাজিক' রুখে দিয়েছেন সমাজবাদী পার্টি (এসপি)-র প্রধান অখিলেশ যাদব এবং তাঁর সহযোগী কংগ্রেস। তাই এবার জনতার রায়কে ধন্যবাদ জানাতে চায় কংগ্রেস। ১১ থেকে ১৫ জুন 'ধন্যবাদ যাত্রার' আয়োজন করা হয়েছে সেরাজ্যের ৪০৩টি আসনে। ৪০৩ আসনে ঘুরে ঘুরে 'ধন্যবাদ যাত্রা' করবে কংগ্রেস। এই যাত্রায় শামিল হবেন দলের শীর্ষস্থানীয় নেতা-নেত্রী থেকে কর্মী সমর্থকেরা। এই যাত্রায় রাহুলের পাশে দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। 
সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বিজেপিকে ধরাশায়ী করতে এবার অনেকটাই সক্ষম হয়েছে হাত শিবির। বেশ কয়েকটি রাজ্যেই কংগ্রেস অভাবনীয় ফল করেছে। প্রধানত উত্তরপ্রদেশ রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে যাত্রা চলাকালীন বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি সংবিধানের একটি কপি তাঁদের হাতে তুলে দিয়ে সম্মান জানানো হবে।

উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৭টিতে জিতে একক বৃহত্তম দল হয়েছে এসপি। সহযোগী কংগ্রেস জিতেছে ছয়টিতে। দুই দলই ইন্ডিয়া জোটের ছাতার তলায় এসে জয় পেয়েছে। অপরদিকে যোগী রাজ্যে মোদির দল ৩৩টি লোকসভা আসনে জিতেছে। সহযোগী আরএলডি (রাষ্ট্রীয় লোকদল) দু'টি আসনে, আপনা দল(এস) একটি আসনে জয় পেয়েছে। নাগিনা আসনে একক শক্তিতে লড়ে দলিত সংগঠন ভীম আর্মির প্রধান তথা আজাদ সমাজ পার্টির প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ জিতেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধি রায়বেরিলিতে প্রথমবার লড়ে জয়ী হয়েছেন ৪ লক্ষের ভোটের ব্যবধানে।
উল্লেখ্য, ২০২৩ সালে রাহুল গান্ধির 'ভারত জোড়ো যাত্রা' ব্যাপক সাড়া ফেলেছিল দেশজুড়ে। এর পর ২০২৪ সালে রাহুল করেছিলেন 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে শুরু হয়েছিল সেই যাত্রা, ১৭ মার্চ মুম্বইয়ে শেষ হয়।

Leave a comment