লখনউ: বৃষ্টির জমা জল গায়ে ছিটিয়ে তরুণীকে হেনস্থা, বরখাস্ত ৩ শীর্ষ আধিকারিক সহ গোটা থানার পুলিশ
রাষ্ট্র নিয়ন্ত্রিত পেগাসাস হ্যাকিংয়ের অভিযোগে সরব ইলতিজা মুফতি
নির্বাচনী বন্ড তদন্তে সিট গঠনের আবেদন খারিজ শীর্ষ আদালতে
পুবের কলম, ওয়েবডেস্কঃ ২০২৪-২৫ সালের বাজেট ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন।
করযোগ্য আয় যদি ৩ লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে আয়কর শূন্য। ৩ লাখ ১ টাকা থেকে ৭ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ৫ শতাংশ। ৭ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ১০ শতাংশ। ১০ লাখ ১ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ১৫ শতাংশ। ১২ লাখ ১ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ২০ শতাংশ। ১৫ লাখ টাকার ঊর্ধ্বে আয়করের হার হল ৩০ শতাংশ।
নতুন আয়কর নিয়মে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। মিউচুয়াল ফান্ডের উপর থেকে টিডিএস তুলে নেওয়া হচ্ছে। বেতনের সঙ্গে টিসিএস দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এদিকে ক্যাপিটাল গেইনস ট্যাক্সের সরলীকরণ করা হচ্ছে। বিদেশি সংস্থার থেকে কর্পোরেট ট্যাক্সের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দিচ্ছি। সব ধরনের বিনিয়োগকারীদের জন্য ‘এঞ্জেল ট্যাক্স’ তুলে দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, কর প্রক্রিয়াকে আরও সরল করে তুলতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। বহু মানুষ নয়া কর কাঠামোয় এসেছেন। ১৯৬১ সালের আয়কর আইনের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন সীতারামন।
২০২৩-২০২৪ বাজেটে কি ছিল-
করযোগ্য ০.২৫ লক্ষ টাকা আয়ে করের হার ছিল শূন্য। ৩ থেকে ৬ লক্ষ টাকা করের হার ছিল ৫ শতাংশ। ৬ থেকে ৯ লক্ষ আয়ে কর ছিল ১০ শতাংশ, ৯ থেকে ১২ লক্ষ আয়ে ১৫ শতাংশ, ১২ থেকে ১৫ লক্ষ আয়ে কর ২০ শতাংশ, ১৫ লক্ষের উপরে ৩০ শতাংশ কর।