Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

বাজেট: যে জিনিসগুলির দাম বাড়ল ও কমল

Bipasha Chakraborty

Published: 23 July, 2024, 02:16 PM
বাজেট: যে জিনিসগুলির দাম বাড়ল ও কমল

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  দিল্লিতে এনডিএ নেতৃত্বাধীন সরকার গড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তৃতীয় মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশের শুরুর দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, মঙ্গলবার শক্তিশালীবাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এই বাজেটের মধ্যে দিয়ে যে সরকারের প্রতিশ্রুতি সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যাবেন বলেও বলেছিলেন মোদি।

বাজেটে যে জিনিসগুলির দাম কমল ও বাড়ল

দাম কমল:

২৫টি খনিজ পদার্থ
বৈদ্যুতিন সামগ্রী

মোবাইল
চার্জার
ক্যানসারের ৩ ওষুধ
এক্স রে মেশিন
সোনা, রূপা, প্ল্যাটিনাম
চর্মজাত পণ্য

সামুদ্রিক মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবারের উপর থেকে কর পাঁচ শতাংশ কমানো হচ্ছে 
 

 

দাম বাড়ল:
 

প্লাস্টিক
পিভিসি ফ্লেক্স
সোলার প্যানেল অয়ামোনিয়া নাইট্রেটের উপর সাড়ে সাত থেকে ১০ শতাংশ কর বৃদ্ধি করেছে কেন্দ্র

 

 

Leave a comment