Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

২০২৪-২০২৫ বাজেট: নতুন কর পরিকাঠামো বদল সহ বিহারে পর্যটনে বিশেষ জোর

Bipasha Chakraborty

Published: 23 July, 2024, 01:34 PM
২০২৪-২০২৫ বাজেট: নতুন কর পরিকাঠামো বদল সহ বিহারে পর্যটনে বিশেষ জোর

পুবের কলম, ওয়েবডেস্ক:  লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রীর পদে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অধিবেশনের শুরুতেই প্রধনমন্ত্রী মোদি দাবি করেছেন, এই বাজেট তৈরি হয়েছে ২০৪৭ সালকে মাথায় রেখে। 

নতুন কর পরিকাঠামোয় বদল।

৩ লক্ষ টাকা পর্যন্ত বেতনের ক্ষেত্রে কোনও কর দিতে হবে না। ৩ থেকে ৭ লক্ষ বেতনের ক্ষেত্রে দিতে হবে ৫ শতাংশ বেতন, ৭ থেকে ১০ লক্ষে ১০ শতাংশ কর দিতে হবে। ১০ লাখ ১ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ১৫ শতাংশ। ১২ লাখ ১ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ২০ শতাংশ। ১৫ লাখ টাকার ঊর্ধ্বে আয়করের হার হল ৩০ শতাংশ।

বাড়ানো হল স্ট্যান্ডার্ড ডিডাকশন

নতুন আয়কর নিয়মে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হল


যে সেক্টরে কমানো হল আমদানি শুল্ক

ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, এক্স রে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জারে কমানো হচ্ছে শুল্ক। লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে শুল্ক।

বিহারে পর্যটনে বিশেষ গুরুত্ব


পর্যটনেও বিশেষ গুরুত্ব বিহারে। বিহারে বিষ্ণুপাদ ও মহাবোধি মন্দির করিডরের জন্য বিশেষ সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। তৈরি হবে কাশীর বিশ্বনাথ মন্দিরের মতো করিডর। বিহারের একাধিক মন্দিরের উন্নয়ন খাতে বরাদ্দ করার ঘোষণা করেছেন নির্মলা। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে। ওড়িশার পর্যটনের উন্নতির জন্য আর্থিক সাহায্য করবে সরকার।

বন্যা রুখতে বিহার সহ চার রাজ্যকে বিশেষ ঘোষণা বন্যা রুখতে বিহার, হিমাচল,  অসম, উত্তরাখণ্ড এবং সিকিমকে বিশেষ সাহায্যের দেওয়ার ঘোষণা।


বাংলা সহ পূর্ব ভারতে উন্নয়নে জোর


বাংলা, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঘোষণা করা হল।

আবাস যোজনায় বাড়ি তৈরিতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ

আবাস যোজনার অধীনে ১ কোটি গরীব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে ১০ লক্ষ কোটি টাকা বরাদ্দ। ঋণে দেওয়া হবে ভর্তুকি। এছাড়া জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে। “স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিকে। আর মহিলারা কোনও সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আরও।”


টিডিএস তুলে দেওয়া হচ্ছে মিউচুয়াল ফান্ডের উপর থেকে

মিউচুয়াল ফান্ডের উপর থেকে টিডিএস তুলে নেওয়া হচ্ছে। আগে টিডিএস ধার্য করা হত দু'শতাংশ। সেটা তুলে নেওয়া হচ্ছ। বেতনের সঙ্গে টিসিএস দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। ক্যাপিটাল গেইনস ট্যাক্সের সরলীকরণ। বিদেশি সংস্থার থেকে কর্পোরেট ট্যাক্সের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দিচ্ছি। সব ধরনের বিনিয়োগকারীদের জন্য ‘এঞ্জেল ট্যাক্স’ তুলে দেওয়া হচ্ছে।


ইনসেনটিভ দেওয়ার ঘোষণা

ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রথম চাকরি পেলে ইনসেনটিভ দেওয়া হবে। ইপিএফও-র সঙ্গেই টাকা দেওয়া হবে কর্মী ও সংস্থাকে। অ্যাডিশনাল এমপ্লয়মেন্ট অর্থাৎ অতিরিক্ত নিয়োগ হলে সরকার প্রতি ৩০০০ টাকা করে প্রতি মাসে দেবে ইপিএফও-র সঙ্গে। ৫০ লক্ষ কর্মী এতে উপকৃত হবেন।


শুল্ক কমানো হয়েছে সোনা-রুপো-প্ল্যাটিনামে


সোনা, রুপো এবং প্ল্যাটিনামে শুল্ক কমানো হয়েছে।  ক্যানসারের তিনটি ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি তুলে দেওয়া হয়। 


কর্মসংস্থানে তিনটি স্কিম

প্রধানমন্ত্রীর প্যাকেজে তিনটি স্কিম আনা হচ্ছে কর্মসংস্থানের জন্য। সেখানে দেওয়া হবে ইনসেনটিভ। ইপিএফও-র ওপর নজর দেওয়ার পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে তাঁদের জন্য যাঁরা প্রথম চাকরি করছেন। নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে দেওয়া হবে ওই বেতন। বহু চাকরিজীবী এতে উপকৃত হবেন।

ইন্টার্নশিপ সহ পড়ুয়াদের প্রশিক্ষণে জোর, শিক্ষাঋণের ঘোষণা


বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবে। আগামী ৫ বছরে ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন ১ কোটি পড়ুয়া। ১২ মাস বা এক বছর ধরে হাতে-কলমে প্রশিক্ষণ নিতে পারবে। প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে। এদিকে দেশের মধ্যে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেওয়ার ব্যাপারে সরকারি সাহায্য। এর জন্য প্রতি বছর ১ লক্ষ পড়ুয়াদের ই-ভাউচার দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকারের সঙ্গে একযোগে কেন্দ্র একটি প্রকল্পের কথা বলেছে,  যাতে ৫ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের।


কৃষি খাতে বিশেষ জোর
কৃষি খাতে বরাদ্দ হবে ১.৫২ লাখ কোটি টাকা। ৫ রাজ্যে শুরু হবে কিষাণ ক্রেডিট কার্ডে। উৎপাদনশীলতা বাড়াতে কৃষি গবেষণাকে রূপান্তরিত করা হবে।

 

Leave a comment