Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

নিজেকে ছাড়া বাকিদের বিরুদ্ধে আঙুল তুলছেন শিক্ষামন্ত্রী- নিট ইস্যুতে কটাক্ষ রাহুলের

আবুল খায়ের

Published: 22 July, 2024, 07:18 PM
নিজেকে ছাড়া বাকিদের বিরুদ্ধে আঙুল তুলছেন শিক্ষামন্ত্রী- নিট ইস্যুতে কটাক্ষ রাহুলের

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ অষ্টাদশ লোকসভার প্রথম পূর্নাঙ্গ অধিবেশনেই বিরোধীদের তোপের মুখে কেন্দ্র সোমবার নিট কেলেঙ্কারি-সহ একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করে বিরোধীরা বাদল অধিবেশনের প্রথম দিনই নিট-ইউজির প্রশ্ন ফাঁস বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে

নিট কাণ্ডে নিজেকে ছাড়া বাকিদের বিরুদ্ধে আঙুল তুলছেন শিক্ষামন্ত্রী বলে কটাক্ষ করেন বিরোধী দল নেতা রাহুল বলেন, 'দেশের পরীক্ষা ব্যবস্থাতেই গলদ সুস্পষ্ট শুধুমাত্র নিট-  ই নয় দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে গলদ দেশের জন্য একগুরুতর সমস্যা শিক্ষামন্ত্রী নিজেকে ছাড়া বাকি সকলের ঘাড়ে দোষ চাপিয়েছেন আমার মনে হয় বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় যা ঘটছে তার মৌলিক বিষয়গুলি উনি বোঝেন না'

দেশের পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাহুল গান্ধি তাঁর দাবি, লাখ লাখ পড়ুয়ারও দাবি দেশের পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নেই বলেন, 'লাখ লাখ মানুষের বিশ্বাস যদি আপনার কাছে টাকা থাকে বা আপনি বিত্তশালী হন তবে দেশের শিক্ষা ব্যবস্থাতেই কিনে নেওয়া যায় বিরোধীদেরও এই একই বিশ্বাস' পাশাপাশি এই বিষয়ে আলাদা ভাবে একদিন আলোচনা চেয়েছেন বিরোধী দলনেতা

প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে কেন্দ্রকে আক্রমণের ঝড় বইয়ে দেন বিরোধীরা বিরোধী দলনেতার মন্তব্য দুর্ভাগ্যজনক বলে পাল্টা জবাবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'গত সাত বছরে প্রশ্নফাঁসের কোনও প্রমাণ নেই নিট প্রশ্নফাঁস মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি সফল ভাবে ২৪০টি পরীক্ষার আয়োজন করেছে পাঁচ কোটিরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন ৪.৫ কোটিরও বেশি শিক্ষার্থী এইসব পরীক্ষায় অংশগ্রহণ করেছেন নিট-এ কারচুপির অভিযোগে সরকারকে আরও কোণঠাসা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে রাহুলের প্রশ্ন, 'নিট-এ কারচুপি পরীক্ষার পদ্ধতিগত সমস্যা সেই সমস্যা দূর করতে আপনি কি ব্যবস্থা নিয়েছেন?' পাল্টা জবাবে শিক্ষামন্ত্রী বলেন, 'চিৎকার করে মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠা করা যায় না বিরোধী দলনেতা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে প্রশ্ন তুলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও আপত্তিজনক'

নিট-এ কারচুপি বিতর্কের আগুনে ঘৃতহুতি দেন সমাজবাদী পার্টি সাংসদ অখিলেশ যাদব কারচুপি মোকাবিলায় সরকারের সমালোচনা করেন তিনি

অখিলেশ যাদবের কথায়, 'সরকার আর কোনও বিষয়ে রেকর্ড না করতে পারলেও প্রশ্ন ফাঁসে রেকর্ড করবে' তিনি বলেন, এই সরকারের আমলে রেকর্ড সংখ্যক পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে এমনও সেন্টার রয়েছে যেখানে ২ হাজারের বেশি পরীক্ষার্থী পাশ করেছেন যতদিন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী থাকবেন ততদিন পড়ুয়ারা বিচার পাবেন না'

Leave a comment