Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

রুষ্ট আরএসএস-কে তুষ্ট করতেই মোদির উদ্যোগ- নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খোঁচা জয়রামের

আবুল খায়ের

Published: 22 July, 2024, 05:51 PM
রুষ্ট আরএসএস-কে তুষ্ট করতেই মোদির উদ্যোগ- নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খোঁচা জয়রামের

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজে সরকারি কর্মীদের অংশগ্রহণের জন্য আরও কোনও বাধা রইলো না। ৫৮ বছর আগে সরকারি কর্মীদের আরএসএস এবং জামাত-ই-ইসলামিতে যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্দিরা গান্ধির সরকার। এনডিএ সরকারের এই সিদ্ধান্তকে বিজেপি স্বাগত জানালেও। প্রতিবাদে মুখর হয়েছে বিরোধীরা।

এক্স হ্যান্ডেলে একটি প্রতিবেদন পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। প্রতিবেদনে দাবি করা হয়েছে,  কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে শুরু কর উচ্চপদে সরকারি আধিকারিক সবক্ষেত্রেই সংঘ ঘনিষ্ঠদের প্রাধান্য দিচ্ছে মোদি। সেইজন্যই ৫৮ বছরের পুরানো নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে হেঁটেছেন।

জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে সরকারি বিজ্ঞপ্তির ছবি পোস্ট করেছেন। কেন্দ্রীয় কর্মিবর্গ এবং প্রশিক্ষণ দফতরের পক্ষ থেকে গত ৯ জুলাই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। তাতে সমস্ত সরকারি কর্মচারী এবং আধিকারিকদের আরএসএসের কর্মসূচিতে যোগদানের ছাড়পত্র দেওয়া হয়েছে।  

এই নথির ছবি শেয়ার করে পোস্টে জয়রাম লিখেছেন, ‘গান্ধিজির হত্যার পরে সর্দার প্যাটেল ১৯৪৮ সালে আরএসএস-কে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেছিলেন। তারপরে ভাল কার্যক্রমের আশ্বাসের উপর ভিত্তি করে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তারপরও কিন্তু নাগপুরে আরএসএস কোনওদিন জাতীয় পতাকা ওড়াইনি'৷ কংগ্রেস নেতা লেখেন, তারপর ১৯৬৬ সালে সরকারি কর্মীদের আরএসএস-এর কাজে যুক্ত থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। তাঁর দাবি, গত ৪ জুনের (লোকসভা নির্বাচনের ফলাফল) পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস-এর মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তার ঠিক পরেই ৯ জুলাই ৫৮ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল মোদির সরকার। যে নিষেধাজ্ঞা অটলবিহারী বাজপেয়ীর আমলেও বহাল ছিল। কিন্তু স্বঘোষিত নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর সঙ্গে আরএসএসের সম্পর্ক খারাপ হতেই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। প্রশ্ন তুলেছেন জয়রাম তাহলে কি আরএসএস-কে তুষ্ট করতেই মোদি সরকারের এই ছোট্ট উদ্যোগ? জয়রাম রমেশ ১৯৬৬ সালে জারি হওয়া সেই নিষেধাজ্ঞা সংক্রান্ত নথিও একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি কটাক্ষ করে বলেছেন, 'আমলারা এবার শুধু অন্তর্বাস পরে আসবেন মনে হয়।'

অন্যদিকে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও ওই নথিরই স্ক্রিন শট এক্স হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন, "১৯৬৬ সালে অসাংবিধানিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে সরকারি কর্মচারীরা আরএসএসে যোগ দিতে পারবেন না। সেই নির্দেশ প্রত্যাহার করেছে মোদি সরকার। এমন আইন পাশ করাই উচিত ছিল না। আসলে আরএসএসের দাপটে আতঙ্কিত হয়ে পড়ে এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন ইন্দিরা গান্ধি।"

Leave a comment