Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মুসলিম ব্যবসায়ীদের টার্গেট: দোকানে মালিকের নাম লিখতে নির্দেশ মধ্যপ্রদেশ সরকারের

Kibria Ansary

Published: 21 July, 2024, 07:45 PM
মুসলিম ব্যবসায়ীদের টার্গেট: দোকানে মালিকের নাম লিখতে নির্দেশ মধ্যপ্রদেশ সরকারের

ভোপাল, ২১ জুলাই: কদিন আগেই মুসলিম টার্গেট করে কানওয়ার যাত্রা পথের খাবারের দোকানগুলিতে দোকানির নাম লেখার নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। যোগীর পথ অনুসরণ করে এবার মুসলিম দোকানিদের টার্গেট করল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। রাজ্যের উজ্জয়িনী মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার দোকান মালিকদের দোকানের বাইরে তাদের নাম এবং মোবাইল নম্বর লেখার নির্দেশ দিল। উজ্জয়িনীর মেয়র মুকেশ তাতওয়াল শনিবার জানিয়েছেন, এই নির্দেশিকায় নাম মানলে ২০০০ টাকা জরিমানা করা হবে। একইভুল দ্বিতীয়বার হলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে। যদিও মেয়র দাবি করেছেন, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই নির্দেশ আরোপ করা হয়েছে। মুসলিম দোকানদারদের টার্গেট জন্য নয়।

মেয়রের বক্তব্য, "উজ্জয়িনী একটি ধর্মীয় ও পবিত্র শহর। মানুষ এখানে ধর্মীয় আস্থা (বিশ্বাস) নিয়ে আসে। তারা যে দোকানদারের থেকে পরিষেবা নেবেন সে সম্পর্কে গ্রাহকের জানার অধিকার তাদের রয়েছে। যদি কোনও গ্রাহক অসন্তুষ্ট হন বা প্রতারিত হন, তবে দোকানদারের বিবরণ জানার ফলে তারা প্রতিকার চাইতে পারবেন।"

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের নিজের শহর উজ্জয়িনী। পবিত্র মহাকাল মন্দিরের জন্য পরিচিত উজ্জয়িনী, যেখানে বিশ্বজুড়ে ভক্তদের ভিড় জমে। বিশেষত সাবান মাসের সময় এই ভিড় লক্ষ করা যায়। কর্পোরেশনের কাউন্সিলর তাতওয়াল বলেন, ২০০২ সালের ২৬ সেপ্টেম্বর দোকানদারদের নাম প্রদর্শনের প্রস্তাব অনুমোদন করা হয়। কিছু কারণের জন্য তা থমকে যায়। পরে বিষয়টি রাজ্য সরকারকে পাঠানো হয়। সেখান থেকে অনুমতি মেলার পরই নির্দেশিকা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এমপি শপ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বা গুমাস্তা লাইসেন্স এবং গ্রাহক সুরক্ষা বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, এই নির্দেশ দেওয়া হয়েছে কেবলমাত্র মুসলিম ব্যবসায়ীদের লক্ষ্যবস্তু করতে।

Leave a comment