Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

নুহতে সাম্প্রদায়িক দাঙ্গার কথা মাথায় রেখে জলভিষেক যাত্রায় বন্ধ ইন্টারনেট

Bipasha Chakraborty

Published: 21 July, 2024, 06:44 PM
নুহতে সাম্প্রদায়িক দাঙ্গার কথা মাথায় রেখে জলভিষেক যাত্রায় বন্ধ ইন্টারনেট

 

চণ্ডীগড়, ২১ জুলাই: ২০২৩-এ জলভিষেক যাত্রায় সাম্প্রদায়িক দাঙ্গার কথা মাথায় রেখে এবছর হরিয়ানার নুহতে ইন্টারনেট পরিষেবা ২৪ ঘণ্টা স্থগিত করা হল। রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অনুরাগ রাস্তোগী।

সমাজ মাধ্যমে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ট্যুইটারের মতো প্ল্যাটফর্মগুলি থেকে ভুয়ো খবর ছড়ানোর আশঙ্কার কথা মাথায় রেখে ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। হরিয়ানা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে জলভিষেক যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

গত বছরের ৩১ জুলাই হরিয়ানা নুহ জেলায় বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা আয়োজিত একটি বার্ষিক ব্রজমণ্ডল যাত্রায় হিন্দু-মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। মিছিলে পাথর ছোঁড়া থেকে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। দুই হোম গার্ডের মৃত্যু হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী সহ অন্তত ১৫ জন আহত হন। একই রাতে,  উত্তেজিত জনতা গুরুগ্রামের একটি মসজিদে হামলা চালিয়ে ইমামকে হত্যা করে। ঘটনায় পাঁচজনের প্রাণহানি সহ বেশ কয়েকজন আহত হয়।

Leave a comment