Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বেসরকারি সংস্থায় ১০-১৪ ঘন্টা কাজ, আইনে সংশোধনী আনতে চাইছে সরকার

Kibria Ansary

Published: 21 July, 2024, 05:34 PM
বেসরকারি সংস্থায় ১০-১৪ ঘন্টা কাজ, আইনে সংশোধনী আনতে চাইছে সরকার

বেঙ্গালুরু, ২১ জুলাই: আইটি এবং আইটিইএস কর্মীদের প্রতিদিন ১০ ঘন্টা থেকে বাড়িয়ে ১৪ ঘন্টা কাজ করার জন্য আইনগুলিতে সংশোধনী আনার পরিকল্পনা করছে সরকার। যদিও এনিয়ে কর্নাটক রাজ্য আইটি-আইটিইএস কর্মচারী ইউনিয়ন (KITU) এর প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, সরকার আইটি এবং আইটিইএস সেক্টরের জন্য কাজের সময় প্রতিদিন ১০ ঘন্টা থেকে বাড়িয়ে ১৪ ঘন্টা করতে চাইছে। এজন্য প্রাসঙ্গিক আইনগুলিতে সংশোধনী আনার পরিকল্পনা করা হচ্ছে। প্রসঙ্গত, কন্নড়দের জন্য চাকরি সংরক্ষণের বিল নিয়ে সমালোচনার মুখে পড়ে কংগ্রেস শাসিত কর্নাটক সরকার।

কেআইটিইউ বলেছে, "নতুন বিল, 'কর্ণাটক শপস অ্যান্ড কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ২০২৪', যা আলোচনাধীন, কাজের সময় বাড়ানোর প্রস্তাব দিয়েছে।" কেআইটিইউ বলেছে এবং এই জাতীয় সংশোধনীর তীব্র বিরোধিতা করছি।

কেআইটিইউ জানিয়েছে, "শ্রম দফতরের বৈঠকে এই বিল সংশোধনের প্রস্তাব পেশ করা হয়েছে। এই বিল শ্রমিকের ব্যক্তিগত জীবন থাকার মৌলিক অধিকারকে অস্বীকার করে। যে আইনটি বর্তমানে ওভারটাইম সহ প্রতিদিন সর্বাধিক ১০ ঘন্টা কাজ করার অনুমতি দেয়। এগুলি প্রত্যাহার করে সরকার কর্পোরেট সংস্থাগুলিকে সুবিধা করে দিতে চাইছে।"

এই সংশোধনীর ফলে কোম্পানিগুলো বর্তমান তিন শিফট ব্যবস্থার পরিবর্তে দুই শিফট পদ্ধতিতে যেতে পারবে। কেআইটিইউ-এর সাধারণ সম্পাদক সুহাস আদিগা এক বিবৃতিতে অভিযোগ করে বলেছে, এর ফলে এক-তৃতীয়াংশ কর্মী চাকরিচ্যুত হবেন।

Leave a comment