Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

JNU-এর দেওয়ালে 'দলিত ভারত ছোড়ো' স্লোগান, আইনি ব্যবস্থার দাবি কংগ্রেস ছাত্র সংগঠনের

Kibria Ansary

Published: 20 July, 2024, 08:56 PM
JNU-এর দেওয়ালে 'দলিত ভারত ছোড়ো' স্লোগান, আইনি ব্যবস্থার দাবি কংগ্রেস ছাত্র সংগঠনের

নয়াদিল্লি, ২০ জুলাই: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেওয়ালে জাতিবিদ্বেষী মন্তব্য ঘিরে শোরগোল। জেএনইউ দেওয়ালে লেখা হয়েছে সাম্প্রদায়িক স্লোগানও। কংগ্রেস ছাত্র সংগঠনের অভিযোগ, ক্যাম্পাসের কাবেরী হস্টেলের দেওয়ালে 'দলিত ভারত ছোড়ো', 'ব্রাহ্মণ বানিয়া জিন্দাবাদ' এবং 'আরএসএস জিন্দাবাদ' লেখা হয়েছে। এনএসইউআইয়ের সাধারণ সম্পাদক কুণাল কুমারের অভিযোগ, "আমরা, হিউম্যানস অফ জেএনইউ কাবেরী হোস্টেলের সাম্প্রতিক ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। যেখানে দলিত বহুজন সম্প্রদায়ের বিরুদ্ধে বর্ণবাদী গালির পাশাপাশি "ব্রাহ্মণ বানিয়া জিন্দাবাদ" এবং "আরএসএস জিন্দাবাদ" এর মতো স্লোগান লেখা হয়েছে।" তিনি আরও বলেন, দেওয়ালের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শনিবার কর্তৃপক্ষ নজরে আসলে দেয়াল রং করে দেওয়া হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন। যদিও এবিষয়ে ডিন অফ স্টুডেন্টস মনুরাধা চৌধুরী কোনও প্রতিক্রিয়া দেননি। প্রসঙ্গত, স্কুল অব ল্যাঙ্গুয়েজ ভবনের দেওয়ালে লেখা হয় 'ভারত-অধিকৃত কাশ্মীর', 'ফ্রি কাশ্মীর' এবং 'ভগওয়া জালেগা' ইত্যাদি স্লোগান। সেসময় দেশবিরোধী স্লোগানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়। সেই ঘটনার পরই এই কমিটি গঠন করে জেএনইউ কর্তৃপক্ষ। ক্যাম্পাসে বারবার 'দেশবিরোধী' স্লোগানের ঘটনা খতিয়ে দেখতে গত বছর ওই একটি কমিটি গঠন করা হয়।

দেশ - এর থেকে আরোও খবর

'Dalit Bharat Chhoro' slogan on JNU wall Congress students demand legal action

Leave a comment